Bengal Weather Today: চৈত্রেই চরমে উঠছে পারদ! গরমে নাজেহাল হবে বঙ্গ

 চৈত্রেই প্রায় ৩৭ এর কোঠায় পারদ। এরপরে গোটা গ্রীষ্ম পড়ে আছে। তেতেপুড়ে নাজেহাল হবে বঙ্গ এমনটাই ইঙ্গিত আবহাওয়া অফিসের। রাজ্য জুড়ে শুরু হয়ে গিয়েছে শুষ্ক কাঠফাটা গরম। শুক্রবার আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। কিন্তু বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানা গিয়েছে। উল্টে বেলা গড়ালেই ঘেমে একশা হবে বঙ্গ। পয়লা বৈশাখ পর্যন্ত লাগাতার বাড়বে তাপমাত্রা। বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই। আগামী সপ্তাহের শুরু থেকেই তাপপ্রবাহের পরিস্থিতি তৈরির আশঙ্কা রয়েছে।

উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পং জেলাতে শুক্রবার থেকে শুষ্ক আবহাওয়া থাকবে। মালদা ও দুই দিনাজপুরে মূলত পরিষ্কার আকাশ এবং শুষ্ক আবহাওয়া দেখা যাবে।  আগামী তিন দিনে দুই থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে উত্তরের তরাই, ডুয়ার্স ও সমতলের জেলায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.