মঙ্গল ও বুধবার ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেল বা সন্ধ্যের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শিলাবৃষ্টি ও কালবৈশাখীর সম্ভাবনার কোথাও জানানো হয়েছে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
রাজ্য জুড়ে ঝড় বৃষ্টি
মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি হতে পারে রাজ্যজুড়ে। উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি ও শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পরিস্থিতি। শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কার কথা জানানো হয়েছে।
দক্ষিণবঙ্গ
মঙ্গল ও বুধবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি এবং ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া হইবে। বৃহস্পতিবার ঝড় বৃষ্টি হলেও তার তীব্রতা কম থাকবে।