এড়ানো গেল না তাপপ্রবাহ। আগামী পরশু অর্থাৎ ২ জুন থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলা তাপপ্রবাহের কবলে পড়তে চলেছে। শুক্রবার ২রা জুন তাপপ্রবাহের সতর্কবার্তা পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমানে।
শনিবার ৩ জুন তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং নদিয়া জেলায়।
বুধবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়।
উত্তরবঙ্গে তাপপ্রবাহ নেই। কিন্তু জুন মাসের ২ তারিখের পর থেকে মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকবে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলায় আগামীকাল থেকে তিন-চার দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা থাকবে।