দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার থেকেই আবহাওয়ার উন্নতির সম্ভাবনা। ঝড় বৃষ্টির প্রবণতা কমবে। শনিবার থেকে ফের দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে শনিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি চলবে। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি চলবে। নিচের দিকের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমবে।
দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার থেকে সামান্য তাপমাত্রা বাড়বে। সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রী সেলসিয়াস বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। বৃহস্পতি ও শুক্রবার মেঘমুক্ত পরিষ্কার আকাশ দেখা যাবে। ফের শনিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। আবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে।
কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। তবে আজ ও কাল বৃষ্টির সম্ভাবনা অত্যন্ত কম। শনিবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।