মেঘলা আকাশ। সকালে কুয়াশা। শনি ও রবিবার রাজ্যে কালবৈশাখীর সম্ভাবনা। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সতর্কতা। উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বুধবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।আগামী ৪৮ ঘণ্টায় কালবৈশাখীর সম্ভাবনা। বৃষ্টি হলেও সর্বোচ্চ তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না আগামী কয়েক দিন।
দক্ষিণবঙ্গে বজ্রগর্ভ মেঘ থেকে বিক্ষিপ্তভাবে স্বল্প সময়ের বৃষ্টির অল্প সম্ভাবনা।সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা, বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি। সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এমনকি শিলাবৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া পুরুলিয়া, বাঁকুড়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে। দক্ষিণবঙ্গের বাকি জেলা হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৪০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়া। সোমবার থেকে ২০ মার্চ বুধবার পর্যন্ত বৃষ্টি চলবে।
উত্তরবঙ্গ আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়া উত্তরে। আপাতত তাপমাত্রা বাড়বে। সর্বনিম্ন এবং সর্বোচ্চ দুই তাপমাত্রায় বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। কলকাতা আজ ও কালকের মধ্যে বিকেল বা সন্ধ্যের দিকে কালবৈশাখীর সম্ভাবনা। দিনভর মেঘলা আকাশ। বজ্রবিদ্যুত-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দমকা ঝড় বাতাস ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে বইতে পারে।
শহর কলকাতায় তাপমান আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৮ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.১ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৩৭ থেকে ৯৬ শতাংশ। শহরে বৃষ্টি হয়েছে ৬.৪ মিলিমিটার।