আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিল ৩৬ ডিগ্রির। পূর্বাভাস ছাপিয়ে এপ্রিলের প্রথম দিনেই ৩৭ ডিগ্রি ছড়িয়ে গেল কলকাতার তাপমাত্রা। পশ্চিমের জেলায় তাপমাত্রা ৪০ এর আশেপাশে। বৃহস্পতিবার থেকে আরও তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস। শনিবার থেকে গনগনে গরম দক্ষিণবঙ্গে। জলীয়বাষ্প পূর্ণ ঘর্মাক্ত গরমের বদলে মাসের প্রথম দিনেই লু এর সাক্ষী কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। বুধবার থেকে তাপপ্রবাহের সতর্কবার্তা পশ্চিমের পাঁচ জেলায়।
দিনের তাপমাত্রা স্বাভাবিকের চার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস ওপরে থাকবে বেশ কয়েকটি জেলায়। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা বুধবার থেকে শুক্রবার। এ সপ্তাহে কলকাতায় ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা চলে যেতে পারে। পশ্চিমের জেলাগুলিতে বিশেষ করে বাঁকুড়াতে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি পার। ৪০ থেকে ৪২ ডিগ্রিতে চলে যেতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলার তাপমাত্রা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে গরম ও অস্বস্তিকর আবহাওয়া।
উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলার বিভিন্ন স্থানে আজকেও বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং-এর উঁচু পার্বত্য এলাকায় বৃষ্টি চলতে পারে। মূলত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া। মঙ্গলবার বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায়। হালকা বৃষ্টি হতে পারে বিক্ষিপ্ত ভাবে কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায়। দমকা ঝোড়ো হাওয়ার পূর্বাভাস আর থাকছে না তেমনভাবে।
এদিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পারদ ৩৮ এর ঘরে। পশ্চিম এর বেশ কিছু জেলাতে তাপমাত্রা ৪০ থেকে ৪২ এর মধ্যে পৌঁছাবে আগামী ৪৮ থেকে ৭২ ঘন্টায়। শহর কলকাতায় চলতি সপ্তাহে ৩৮ বা ৩৯ ডিগ্রি ছুঁতে পারে কলকাতার পারদ। বেলা ১২ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত লু-এর মতো গরম হাওয়া বইতে পারে শহরে। ভোরে ও বিকেলের পর জলীয় বাষ্প বা আপেক্ষিক আর্দ্রতা অস্বস্তিকর পরিস্থতি তৈরি করবে। বাড়ল দিন ও রাতের তাপমাত্রা। দুটি তাপমাত্রাই এই সময়ের স্বাভাবিক তাপমাত্রার থেকে ৩ ডিগ্রি বেশি। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৮.১ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.১ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৩৪ থেকে ৯২ শতাংশ।