সন্ধ্যা সাতটা নাগাদ দক্ষিণেশ্বরে দিক থেকে এয়ারপোর্টের দিকে স্কুটিতে করে যাচ্ছিল বাবা-মা এবং মেয়ে ঠিক সেই সময়ে পিছন দিক থেকে একটি লরি ধাক্কা মারে এরপরেই লরির চাকায় পিষ্ট হয়ে তিন জনের মৃত্যু হয়। মৃতদেহ গুলি বারাসাত হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিস সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে স্কুটিতে করে যাচ্ছিলেন একই পরিবারের তিনজন। সেই সময়ই পিষে দেয় একটি ট্রাক। জানা গিয়েছে, দক্ষিণেশ্বর থেকে এয়ারপোর্টের দিকে যাচ্ছিলেন তাঁরা। বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে এয়ারপোর্ট ৩ নম্বর গেটের কাছে একটি লরি সজোরে স্কুটিতে ধাক্কা মারে। ছিটকে পড়েন তিনজন। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে বারাসত স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শেষরক্ষা হয়নি। মৃত্যু হয়েছে তিনজনেরই।
প্রত্যক্ষদর্শীদের মতে, মৃত তিনজনেই বিশরপাড়ার বাসিন্দা। ওই রাস্তায় প্রায়শই এই দুর্ঘটনা ঘটতে থাকে। এই দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে যানচলাচল বন্ধ হয়ে যায়। তার ফলে যানজট তৈরি হয়। তবে দেহ উদ্ধারের পর যানচলাচল বর্তমানে স্বাভাবিক রয়েছে। ট্রাকটিকে আটক করা হচ্ছে। এলাকায় চরম শোরগোল। ঘটনার পরে পুলিস এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। অত্যন্ত মর্মান্তিক ঘটনা। কীভাবে দুর্ঘটনা হল তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিস গোটা ঘটনাটি খতিয়ে দেখছে।