Becharam Manna | R G Kar Incident: ‘আরজি কর-কাণ্ডে উত্‍সব বয়কট করে পুজোয় চিকেন ললিপপ খাচ্ছে…’ বিস্ফোরক বেচারাম মান্না…

চন্দন নগরের সাথে দেবী হৈমন্তিকার আরাধনায় মেতেছে রাজ্য। আজ মহা নবমী। দিকে দিকে চলছে শক্তি স্বরূপা জগদ্ধাত্রীর আরাধনা।   

  

2/7

নবমী উপলক্ষে সিঙ্গুরের রতনপুরে উদয় সংঘ ক্লাবের ৫০তম বর্ষের জগদ্ধাত্রী পুজোয় কুমারী পুজো অনুষ্ঠিত হয় আজ। ছেলে দেবদূত মান্নার মন্ত্র উচ্চারণে কুমারী পুজো করলেন মন্ত্রী ও বিধায়ক।   

3/7

সংকল্প করে অঞ্জলি দিলেন কুমারীর চরণে। কুমারী পুজোর প্রথমে রজনী গন্ধা, বেলপাতা ,জবার মালা পরিয়ে দেন মন্ত্রী বেচারাম মান্না ।   

  

4/7

এরপর কুমারীর চরণে বসে ছেলের মন্ত্র উচ্চারনে পুষ্পাঞ্জলি দেন মন্ত্রী বেচারাম মান্না ও বিধায়ক করবী মান্না। পুজো শেষে কুমারীকে মিষ্টান্ন খাইয়ে প্রণাম করেন মন্ত্রী ও বিধায়ক।  

  

5/7

পুজোর পরেই ফের বিতর্কিত মন্তব্য করে বসলেন বেচারাম মান্না। তিনি বলেন, ‘গ্রামে বিপ্লব করে উত্‍সবে থাকব না বলে অনেকেই শ্বশুরবাড়িতে গিয়ে দুর্গাপুজোর প্যান্ডেলে বসেছে, নেচেছে। তাও দেখেছি ‘  

  

6/7

“অনেকেই বলেছিল উৎসবে সামিল হব না,  দুর্গাপুজোর প্যান্ডেলের পাশে আমরা তাদের চিকেন ললিপপ খেতে দেখেছি”, জগদ্ধাত্রী পুজোর নবমীতে কুমারী পুজো করে ফের বিতর্কিত মন্তব্য রাজ্যের মন্ত্রী বেচারাম মান্নার।   

7/7

তিনি বলেন, ‘আরজিকরের এই ঘটনা মর্মান্তিক, ক্ষমার অযোগ্য। আমরাও চাইছি দ্রুত বিচার হোক। তবে এই ঘটনাকে কেন্দ্র করে যে বিশৃঙ্খলা তা মানুষ বরদাস্ত করবে না’। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.