মহাকাশ বিজ্ঞানীরা গ্রহাণুটির নাম রেখেছেন– অ্যাস্টেরয়েড ২০২৩ জেডি (Asteroid 2023 JD) ! বর্তমানে গ্রহাণুটি প্রায় প্রতি ঘণ্টায় ৭২০০ কিলোমিটার গতিবেগে ছুটে আসছে। একটু সহজে করে বললে, গতিটা দাঁড়ায় সেকেন্ডে ২ কিলোমিটার! এর আকারও ভয়-জাগানো– একটা আস্ত বাড়ির সমান!
2/6
অ্যাস্টেরয়েড ২০২৩ জেডি
বিজ্ঞানীরা বলছেন, এমনিতে বেশিরভাগ পৃথিবীমুখী গ্রহাণুরই ভূ-পৃষ্ঠে এসে আছড়ে পড়ার সম্ভাবনা প্রায় থাকে না। কিন্তু এই অ্যাস্টেরয়েড ২০২৩ জেডি-র ক্ষেত্রে তেমন নিশ্চিত করে কথাটা বলা যাচ্ছে না।
3/6
‘বিপজ্জনক’
গ্রহাণুটির দৈর্ঘ্য ৫৫ থেকে ৬০ ফুটের মতো। ওইরকম সাংঘাতিক গতিতে এইরকম আকার-আকৃতির এক গ্রহাণু যদি পৃথিবীপৃষ্ঠে আছড়ে পড়ে, তার ফল কী হতে পারে ভেবেই বিজ্ঞানীদের আত্মারাম খাঁচাছাড়া। এমনিতেও এই অ্যাস্টেরয়েডটিকে আগেই ‘বিপজ্জনক’ বলে উল্লেখ করা হয়েছে।
4/6
৪০ লক্ষ কিলোমিটার দূরে!
জানা গিয়েছে, অ্যাস্টেরয়েড ২০২৩ জেডি প্রথম দেখা গিয়েছিল এ বছরের ৭ মে। বিজ্ঞানীরা অবশ্য এ-ও অঙ্ক কষে দেখেছেন যে, যতই ভয় থাকুক, এখনও যথেষ্ট দূরত্বেই আছে এটি– প্রায় ৪ মিলিয়ন কিলোমিটার বা ৪০ লক্ষ কিলোমিটার দূরে!
5/6
হাবভাব সুবিধার নয়
তবে পাশাপাশি তাঁদের এ-ও দাবি, গ্রহাণুটির হাবভাব তেমন সুবিধার নয়। নেহাত পৃথিবীর কাছাকাছি এসে পড়লে, সে-যে কী করবে আর কী করবে না, তা দেবতারাও জানেন না!
6/6