বড়বাজারের পরে এ বার বৌবাজার। দু’মাসের ব্যবধানে আবার আগুন দোকান এবং গুদামে। শুক্রবার সকালে বৌবাজারের একটি রাসায়নিকের গুদামের বেসমেন্টে আগুন লেগেছে। সংলগ্ন একটি দোকানেও আগুন ছড়িয়েছে বলে খবর।
স্থানীয় সূত্রের খবর, বৃহস্পতিবার সকাল ৭টা নাগাদ ওই গুদামে আগুন লাগে। সেখানে মূলত আঠা তৈরির রাসায়নিক রাখা ছিল বলে জানা গিয়েছে। আগুনের কারণে একের পর এক রাসয়নিকের ড্রাম ফাটতে থাকায় এলাকায় আতঙ্ক তৈরি হয়।
আগুন নিয়ন্ত্রণে আনতে প্রথমে দমকলের তিনটি ইঞ্জিন সেখানে পৌঁছয় বলে পুলিশ সূত্রে খবর। পরে আসে আরও দু’টি। গুদামের ক্ষয়ক্ষতি হলেও কেউ জখম হননি বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। তবে দমকলকর্মীরা প্রায় এক ঘণ্টায় চেষ্টাতেও আগুনের উৎসস্থলে পৌঁছতে পারেননি বলে স্থানীয়দের একাংশ জানাচ্ছেন। তবে গুদাম সংলগ্ন বাড়ি থেকে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধার করা হয়।
ঘনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত ওই গুদামে আগুন প্রতিরোধের যথাযথ ব্যবস্থা না থাকার অভিযোগ তুলেছেন স্থানীয়দের একাংশ। প্রসঙ্গত, গত জুন মাসে বড়বাজার এলাকাতেও জনাকীর্ণ এলাকায় অবস্থিত একটি ছাতার দোকান এবং সংলগ্ন গুদামে বিধ্বংসী আগুন লেগেছিল।