কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, বর্ধিত এক্স-গ্রেশিয়া পেমেন্টের কথা ঘোষণা করেছেন। ১৩ ডিসেম্বর বর্ধমান স্টেশনের প্ল্যাটফর্মে জলের ট্যাংক ভেঙে পড়ে যাওয়ার ঘটনায় মৃতের আত্মীয়দের জন্য ৫ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি।
এছাড়াও, হাওড়া অর্থোপেডিক হাসপাতাল, বি.আর. সিং হাসপাতাল এবং ইস্টার্ন রেলওয়ে সদর দফতরের চিকিৎসক দল বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আহতদের চিকিৎসা ব্যবস্থা পর্যবেক্ষণ করছে।
জেনারেল ম্যানেজার/ইস্টার্ন রেলওয়ে অমর প্রকাশ দ্বিবেদী, ব্যক্তিগতভাবে হাসপাতালে ভর্তি আহত ব্যক্তিদের দেখতে যান এবং তাদের জন্য সম্ভাব্য সর্বোত্তম চিকিৎসার ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট সকলকে পরামর্শ দেন।
অন্যদিকে, বর্ধমানের ঘটনার পরে সতর্ক রেল। টিনের তৈরি কোনও ট্যাংকেই ভরা যাবে না ৬০ শতাংশের বেশি জল। হাওড়া ডিভিশনে প্রায় ৩৫টা টিনের ট্যাংক আছে। প্রতিটি ট্যাংকের চেকিং করানো হবে থার্ড পার্টিকে দিয়ে।
তবে বর্ধমানের ট্যাংকের দুর্ঘটনার কারণ এখনও অজানা রেলের। এই ঘটনায় তিন জনের তদন্ত কমিটি তৈরি হয়েছে। ভাঙা ট্যাংকের অংশ ন্যাশনাল টেস্টিং এজেন্সিতে পাঠানো হয়েছে।
গত ডিসেম্বরে যে চেকিং হয়েছিল তাতে ফিট সার্টিফিকেট দেওয়া হয়েছিল ১৩০ বছরের পুরোনো ওই ট্যাংককে। চলতি ডিসেম্বরেই ফের চেক হওয়ার কথা ছিল।
যে প্লাটফর্মে ট্যাংকটা ছিল সেখানে আর নতুন কোনও ট্যাংক বানানো হবে না। প্লাটফর্মের পাশে বানানো হবে নতুন ট্যাংক।