৩৫টি ফিক্সড ডোজ কম্বিনেশন ড্রাগকে নিষিদ্ধ বলে বিজ্ঞপ্তি জারি করল সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশের এফডিসি ডিভিশন।
2/5
নিষিদ্ধ ৩৫ ওষুধ!

সিডিএসসিও-এর দাবি, সুরক্ষা এবং কার্যক্ষমতা যাচাই না করেই, বাজারে বিক্রির অনুমতি দেওয়া হয়েছিল এই ওষুধগুলোর । যা সাধারণ মানুষের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর।
3/5
নিষিদ্ধ ৩৫ ওষুধ!

এই ৩৫টি ওষুধের মধ্যে রয়েছে জ্বর, ব্যথা-যন্ত্রণা, ব্লাড সুগার, ডায়াবেটিস, মাথায় কফ জমে যাওয়া, ফাংগাল ইনফেকশন এবং ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য ব্যবহৃত লোশন।
4/5
নিষিদ্ধ ৩৫ ওষুধ!

রয়েছে কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখার ওষুধ, জ্বর ও মাথা যন্ত্রণার জন্য ব্যবহৃত অ্যাসপিরিন, ব্যাকটেরিয়াল ইনফেকশন এবং ব্যাকটেরিয়াল ইনফেকশনের মাত্রা যদি বেড়ে যায় সেক্ষেত্রে ব্যবহৃত ওষুধও।
5/5
নিষিদ্ধ ৩৫ ওষুধ!
