অমৃত ভারত প্রকল্পে নতুন রূপ সেজে উঠতে চলেছে বাঁকুড়া স্টেশন। এই প্রকল্প রূপায়নে আজ সকালে দক্ষিণ পূর্ব রেলের ডিআরএম সুমিত নারুলা বাঁকুড়া স্টেশন পরিদর্শন করেন। এমাসের ২৫ তারিখে এলাকার বিধায়কদের সাথে রেল কর্তাদের বৈঠক হয়।
গতকাল দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনে রেলওয়ে বোর্ডের এক বৈঠক হয়। এই দুই বৈঠকে যে সব প্রস্তাব পেশ করা হয় তার বাস্তব পরিস্থিতি দেখেন ডিআরএম সহ রেলের কর্তারা। ডিআরএম নারুলার সাথে মিলিত হন রেল বোর্ডের মনোনীত সদস্য বিপ্রদাস মিদ্যা, বাঁকুড়া সদর কেন্দ্রের বিধায়ক নিলাদ্রী দানা। প্রস্তাবিত বাকুঁড়া স্টেশন সংলগ্ন কেঠারডাঙায় আন্ডারপাসের কাজ পুজোর পরেই শুরু হয়ে যাবে বলে জানান নারুলা। এছাড়াও বাঁকুড়া স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে লিফট, এক্সেলেটর বসানোর কাজ শীঘ্রই শুরু হবে বলে তিনি আশ্বাস দেন।বিডিআর স্টেশনের ফাঁকা জায়গায় নতুন সাইকেল স্ট্যান্ড তৈরি হবে, পুজোর আগেই স্টেশনে ডিসপ্লে বোর্ড পুনরায় লাগানো হবে। বাঁকুড়া স্টেশন পরিদর্শন করে রেল বোর্ডের পদস্থ কর্তাদের নিয়ে শ্রী নারুলা বিডিআর রেলপথে বাঁকুড়া থেকে মশাগ্ৰাম পর্যন্ত বিভিন্ন স্টেশনের পরিস্থিতি পরিদর্শন করেন।
বিপ্রদাসবাবু বলেন, যাত্রী সাধারণের সুবিধার্থে আমরা যে সব প্রস্তাব রেখেছিলাম তা খতিয়ে দেখেন তিনি।
বিধায়ক নিলাদ্রী দানা বলেন, বাঁকুড়া স্টেশনে উন্নত পরিষেবা যাতে সাধারণ যাত্রীরা পান সেদিকে নজরদারির আশ্বাস দেন। তিনি আশা প্রকাশ করে বলেন, বাঁকুড়া স্টেশন নতুন সাজে সেজে উঠবে।