সাম্প্রতিক আর জি কর হাসপাতালে ঘটে যাওয়া নারকীয় ঘটনায় রাজ্যজুড়ে প্রতিবাদ ভিন্ন মাত্রা পেয়েছে। বাঁকুড়ার বিভিন্ন দুর্গা পূজার মন্ডপেও এই প্রতিবাদী ভাবনার প্রকাশ পেয়েছে। কয়েকটি মণ্ডপে নারী নির্যাতনের প্রতিবাদ ও নারী সুরক্ষার কথা থিম হিসাবে তুলে ধর হয়েছে।
শহরের কাটজুড়ি ডাঙ্গায় ইলেকট্রিক সাবস্টেশন মোড় সর্বজনীন দুর্গা পুজো কমিটি এবার তাদের রজত জয়ন্তী বর্ষে থিম ‘চাই না হতে উমা’। মণ্ডপের ভিতর বিভিন্ন ধরনের ছবি ও মডেলে নারী নির্যাতন, নারী পাচারের ঘটনার প্রতিবাদ। ‘বন্দি আমি, মুক্ত করো’, ‘আমরা কি শুধুই খেলনা?’ এরকম নানা বার্তা মণ্ডপজুড়ে। প্রতিমাও তৈরি হয়েছে থিমের সঙ্গে সাযুজ্য রেখেই। সন্তানদের ডাকের সাজে সাজানো হলেও দেবী দুর্গাকে সাদামাটা সাধারণ একজন মহিলার রূপ দেওয়া হয়েছে। নারী নির্যাতনের প্রতিবাদের ছবি ফুটে উঠেছে বাঁকুড়া দশেরবাঁধ সর্বজনীনের পুজো মণ্ডপেও। পুজো মণ্ডপজুড়ে সর্বত্রই নারী নির্যাতনের বিভৎস্যতার ছবি তুলে ধরে দেবীর কাছে তার বিচার চাওয়া হয়েছে। কন্যা ভ্রূণ হত্যা নিয়ে সচেতনতা গড়ে তোলার চেষ্টা হয়েছে।
যদিও উদ্যোক্তাদের দাবি, এই থিমের সঙ্গে সাম্প্রতিক ঘটনাবলীর মিল নেহাতই কাকতালীয়। তবে সম্প্রতি রাজ্যে ঘটে যাওয়া একের পর এক ঘটনার বিচারের জোরালো দাবি যেন বিরাজ করছে মন্ডপ জুড়ে। উদ্যোক্তাদের মতে, রাজ্যজুড়ে যা চলছে তা বন্ধ হওয়া দরকার। আরও কঠোর হতে হবে সরকারকে।