1/9১১ অগস্ট (বৃহস্পতিবার): রাখিপূর্ণিমার জন্য আমদাবাদ, ভোপাল, জয়পুর এবং শিমলায় ব্যাঙ্ক বন্ধ । (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
2/9১২ অগস্ট (শুক্রবার): রাখিপূর্ণিমার জন্য কানপুর এবং লখনউয়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)
3/9১৩ অগস্ট (শনিবার/দ্বিতীয় শনিবার): প্যাট্রিয়ট ডে’র জন্য ইম্ফলে ব্যাঙ্ক বন্ধ থাকবে। সেইসঙ্গে দ্বিতীয় শনিবার হওয়ায় বন্ধ থাকবে ব্যাঙ্ক। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
4/9১৪ অগস্ট (রবিবার): সাপ্তাহিক ছুটি। (ছবিটি প্রতীকী, সৌজন্যে মিন্ট)
5/9১৫ অগস্ট (সোমবার): স্বাধীনতা দিবসের জন্য আগরতলা, আমদাবাদ, আইজল, বেলাপুর, বেঙ্গালুরু, ভোপাল, ভুবনেশ্বর, চণ্ডীগড়, চেন্নাই, দেরাদুন, গ্যাংটক, গুয়াহাটি, হায়দরাবাদ, ইম্ফল, জয়পুর, জম্মু, কানপুর, কোচি, কলকাতা, লখনউ, মুম্বই, নাগপুর, নয়াদিল্লি, পানাজি, পাটনা, রায়পুর, রাঁচি, শিলং, শিমলা, শ্রীনগর এবং তিরুবনন্তপুরমে ব্যাঙ্ক বন্ধ থাকবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)
6/9১৬ অগস্ট (মঙ্গলবার): পার্সি নববর্ষের জন্য বেলাপুর, মুম্বই এবং নাগপুরে ব্যাঙ্ক বন্ধ থাকবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
7/9১৮ অগস্ট (বৃহস্পতিবার): জন্মাষ্টমীর জন্য ভুবনেশ্বর, দেরাদুন, কানপুর এবং লখনউয়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে। (ছবিটি প্রতীকী)
8/9১৯ অগস্ট (শুক্রবার): জন্মাষ্টমীর জন্য আমদাবাদ, ভোপাল, চণ্ডীগড়, চেন্নাই, গ্যাংটক, জয়পুর, জম্মু, পাটনা, রায়পুর, রাঁচি, শিলং, শিমলা এবং শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ থাকবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
9/9২০ অগস্ট (শনিবার): শ্রীকৃষ্ণ অষ্টমীর জন্য হায়দরাবাদে ব্যাঙ্ক বন্ধ থাকবে।