প্রেমিকার নগ্ন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল উত্তর ২৪ পরগানার বনগাঁ সাইবার ক্রাইম থানার পুলিশ। প্রেমিকার অভিযোগের ভিত্তিতে সাইবার ক্রাইম থানার পুলিশ ওই যুবককে বর্ধমান থেকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ওই যুবকের নাম বিষ্ণু দেও চৌধুরী। সি আর পি এফে কর্মরত বলে পরিচয় দেয়। বাড়ি পশ্চিম বর্ধমানের পানাগড় এলাকায়।
পুলিশ সূত্রের খবর, অভিযুক্ত যুবক বিষ্ণু দেও চৌধুরী বর্তমানে দুর্গাপুর স্টিল প্ল্যান্টে কর্মরত। সম্প্রতি সোস্যাল মিডিয়ার মাধ্যমে বনগাঁ থানা এলাকার বাসিন্দা, বছর উনিশের এক কলেজ ছাত্রীর সঙ্গে তার আলাপ হয়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, অভিযুক্ত যুবক অন্য একজনের ছবি ব্যবহার করে ফেসবুকে একটি ফেক প্রোফাইল তৈরি করে। সেখানে সে নিজেকে সিআইএসএফ-এর কর্মী হিসেবে পরিচয় দেয়। ফেসবুকের মাধ্যমেই তার সঙ্গে আলাপ হয় বনগাঁর এক কলেজ ছাত্রীর। ফেসবুকের প্রোফাইল দেখে ওই যুবককে বিশ্বাস করে তার সঙ্গে যোগাযোগ রাখতে শুরু করেন ওই যুবতী। ওই যুবক ভিডিও কল করে যুবতীর পরিবারের সঙ্গেও কথা বলা শুরু করে। যুবতীকে বিয়ে করবে বলেও প্রতিশ্রুতি দেয়। পরবর্তীতে ওই যুবতী জানতে পারেন যে, ওই যুবক আসলে একজন প্রতারক। সে পরিচয় গোপন করে মিথ্যা পরিচয় দিয়ে তাকে বিয়ে করতে চাইছে।
তারপরই ওই যুবকের সঙ্গে সম্পর্ক ছেদ করেন ওই যুবতী। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠে ওই যুবক। এরপর সে ওই যুবতীর একাধিক নগ্ন ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে শুরু করে। এই পরিস্থিতিতে ওই যুবতী বনগাঁ সাইবার ক্রাইম থানায় যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে শুক্রবার অভিযুক্ত যুবককে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে শনিবার বনগাঁ মহকুমা আদালতে তোলা হবে।