বৃক্ষরোপণ, শোভাযাত্রার মাধ্যমে মহা সমারোহে পালিত হলো বাঁকুড়া জেলা বনমহোৎসব। এই উপলক্ষে আজ রবীন্দ্র ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে বনভূমি রক্ষার আহ্বান জানিয়ে এক বর্নাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে।
সকাল এগারোটায় প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। মুখ্য বনপাল ডঃ এস কুনালডাইভাল, মন্ত্রী জোৎস্না মান্ডি, পুলিশ সুপার বৈভব তেওয়ারি, বিধায়ক অরূপ চক্রবর্তী, বিধায়ক অলোক মুখার্জি, পৌরপ্রধান অলকাসেন মজুমদার, ভলান্টারি ব্লাড ডোনার্স সোসাইটির সম্পাদক বিপ্রদাস মিদ্যা সহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। রবীন্দ্র ভবন সংলগ্ন স্হানে গাছের চারা রোপণ করা হয়।এছাড়াও উপস্থিত ছাত্র ছাত্রী ও জনসাধারণের হাতে গাছের চারা তুলে দেওয়া হয়।
প্রতি বছরই ঘটা করে বন মহোৎসব পালন করে গাছের চারা রোপণ করা হয়, কিন্তু দেখা যায় এই সব চারা গাছগুলি উপযুক্ত রক্ষনাবেক্ষণের অভাবে অকালেই বিনষ্ট হয়ে যায়। সেদিকে নজর রাখা একান্ত প্রয়োজন বলে বিশিষ্টজনদের অভিমত।