বাবর আজমই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বাবর আজমই লিয়োনেল মেসি। পাকিস্তানের ক্রিকেটার শাদাব খানের কাছে বাবরের মধ্যে রোনাল্ডো ও মেসি, দু’জনেরই গুণ রয়েছে। তাই বাবরের নাম তিনি দিয়েছেন ‘ক্রিশ্চিয়ানাল মেসি’। বাবরকে ক্রিকেটের রোনাল্ডো ও মেসি বলে উল্লেখ করেছেন শাদাব।
নেদারল্যান্ডসে এক দিনের সিরিজ খেলতে গিয়েছে পাকিস্তান। সে দেশের বিখ্যাত ফুটবল ক্লাব আয়াক্সের ফুটবলারদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন পাক ক্রিকেটাররা। সেখানে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ও আয়াক্সের প্রাক্তন গোলরক্ষক এডুইন ভ্যান ডার সারের সঙ্গে দেখা হয় তাঁদের। ভ্যান ডার সারের সঙ্গে দলের ক্রিকেটারদের পরিচয় করিয়ে দেওয়ার সময় বাবরকে ক্রিকেটের ‘ক্রিশ্চিয়ানাল মেসি’ বলে উল্লেখ করেন শাদাব। এই কথা শুনে হেসে ফেলেন রোনাল্ডোর এক সময়ের সতীর্থ।
আয়াক্সের ফুটবলারদের সঙ্গে বেশ কিছু ক্ষণ সময় কাটান বাবররা। ভ্যান ডার সারকে ব্যাটিং শেখান পাক অধিনায়ক। দলের ক্রিকেটারদের সই করা একটি ব্যাট আয়াক্সের সিইওকে উপহার হিসাবে দেন বাবরদের ম্যানেজার মনসুর। দু’দলের ক্রিকেটার ও ফুটবলাররা নিজেদের মধ্যে জার্সি বিনিময়ও করেন।