আন্তর্জাতিক শিশু অধিকার সপ্তাহকে সামনে রেখে বাল্য বিবাহ রুখতে
ব্লক প্রশাসনের উদ্যোগে এক সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হল জলপাইগুড়ি। শুক্রবার জেলা পরিষদের পেক্ষাগৃহে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রদীপ জ্বালিয়ে কর্মসূচির সূচনা করেন সভাধিপতি কৃষ্ণা রায় বর্মণ, সদর বিডিও মিহির কর্মকার, মহকুমাশাসক তমজিৎ চক্রবর্তী সহ অন্যান্যরা।
এদিনের কর্মসূচিতে মূলতঃ বিয়ের সঙ্গে যুক্ত পুরোহিত, কাজী, ডেকরেটর, পাদ্রীদের সচেতন করা হয় বাল্য বিবাহ নিয়ে। মেয়েদের ১৮ বছরে নিচে ও ছেলেদের ২১ বছরের নিচে বিয়ে দেওয়া যাবে না, তা তুলে ধরা হয় এই কর্মসূচিতে, এবং বাল্য বিবাহের খবর পাওয়া মাত্রই সকলকে একজোট হয়ে বিয়ে বন্ধ করতে হবে এই বার্তা তুলে ধরা হয়।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিল বিভিন্ন স্কুলের পড়ুয়া, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের পাশাপাশি বাল্য বিবাহ বন্ধের কাজে যুক্তরা। সঠিক বয়সে বিয়ে হলে মেয়েরা রাজ্য সরকারের একাধিক সুযোগ সুবিধে পাবেন এই বার্তাও এদিন তুলে ধরা হয়।