চিকিৎসক অবন্তিকা ভট্টাচার্যের আত্মহত্যায় তাঁর শেষ ফেসবুক পোস্টকে সুইসাইড নোটের স্বীকৃতি দেওয়ার দাবি জানালেন তাঁর এক ঘনিষ্ঠ চিকিৎসক। তাঁর দাবি, হাসপাতালে ভর্তি থাকাকালীন পুলিশকে অবন্তিকা জানিয়েছিলেন, এই নিয়ে ওই ফেসবুক পোস্টই তাঁর বক্তব্য। গত ১৬ অগাস্ট বেহালার বাড়িতে গায়ে আগুন দেন অবন্তিকা। সোমবার মৃত্যু হয় তাঁর।
অবন্তিকার ঘনিষ্ঠ নাম প্রকাশে অনিচ্ছুক ওই মহিলা চিকিৎসক সম্প্রতি অবসর নিয়েছেন। তিনি বলেন, হাসপাতালে ভর্তি হওয়ার ৩ দিন পর অবন্তিকার বয়ান নিতে এসেছিল পুলিশ। তখন পুলিশ আধিকারিকরা তাঁর কাছে জানতে চান, কেন স্বাস্থ্য দফতরে লিখিত অভিযোগ করেননি তিনি? জবাবে অবন্তিকা হাসপাতালের বিছানায় শুয়ে জানিয়েছিলেন, তাঁর ফেসবুক পোস্টই তাঁর বক্তব্য। আলাদা আর কোনও বক্তব্য নেই তাঁর। এর পরই ওই পোস্টকে সুইসাইড নোট হিসাবে স্বীকৃতি দেওয়ার দাবি তুলেছেন অবন্তিকার ঘনিষ্ঠ ওই চিকিৎসক।ট্রেন্ডিং স্টোরিজ
সরকারি চিকিৎসকদের একাংশের দাবি, বদলির নামে গত ১০ বছর ধরে যথেচ্ছাচার চলছে। সরকার ঘনিষ্ঠ চিকিৎসকরা স্বস্ত্রীক কলকাতার মেডিক্যাল কলেজে চাকরি করছেন। আর তাঁদের আশীর্বাদ মাথায় না থাকলে সারা জীবন পড়ে থাকতে হচ্ছে জেলায়। এমনকী সরকারি বদলিতে এক বেসরকারি চিকিৎসক লাগাতার প্রভাব খাটাচ্ছেন বলেও অভিযোগ চিকিৎসকদের।