অ্যাডিনো ভাইরাসের সংক্রমন রুখতে এবার জলপাইগুড়ি সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের বর্হি:বিভাগে পৃথক ভাবে এআরআই (অ্যাকুইট রেসপিওটরি ইনফেকশন) ক্লিনিক চালু করতে চলেছে কর্তৃপক্ষ। শুধু তাই নয়, অ্যাডিনো ভাইরাসের সংক্রমনের ঘটনার পরিস্থিতি বিচার করে শিশুদের সিসিইউতে ভেন্টিলেটার ব্যবস্থা করা হল।
বুধবার জলপাইগুড়ি সরকারি মেডিক্যাল কলেজের হাসপাতালের এমএসভিপি কল্যাণ খাঁ বলেন, “রাজ্য স্বাস্থ্য ভবন থেকে আসা নির্দেশিকা মেনে কাজ করা চলছে। এছাড়া একটি টোল ফ্রি নম্বর চালু করা হয়েছে, নম্বরটি হল ১৮০০ ৩১৩ ৪৪৪২২২। যদি কোনো শিশুর জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট, বমি সহ অ্যাডেনো ভাইরাসের লক্ষণ দেখা যায় তাহলে ওই নম্বরে অবিভাবকরা ফোন করে গাইড লাইন নিতে পারবেন। দিনের ২৪ ঘন্টা ওই টোল ফ্রি নম্বর খোলা থাকবে বলে জানান তিনি।”
অ্যাডিনো ভাইরাসের সংক্রমন নিয়ে চিন্তিত শিশুদের অবিভাবকরা। প্রতিদিন জলপাইগুড়ি সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের বর্হি:বিভাগে শিশুদের কোলে নিয়ে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকছেন বিভিন্ন জায়গা থেকে আসা অবিভাবকেরা। এখন
এসএনসিইউ’তে চিকিৎসা চলছে একটি শিশুর। এছাড়া ওয়ার্ডে জ্বর, সর্দি-কাশি সহ অন্যান্য লক্ষণ নিয়ে চিকিৎসাধীন রয়েছে ২১টি শিশু। সকলের শারীরিক অবস্থা স্থিতিশীল।
এ দিন জলপাইগুড়ি সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এমএসভিপি কল্যাণ খাঁ বলেন, “ভয়ের কোনো বিষয় নেই, পরিস্থিতি ঠিকই আছে। সর্তক থাকতে হবে সকলকে।”
শিশু রোগ বিশেষজ্ঞ চিকিৎসক মহম্মদ আসিফ ইকবাল বলেন, “কলকাতার দিকে যে ভাবে অ্যাডিনো ভাইরাস ছড়িয়েছে সেটা আমাদের এখানে বাড়েনি। তবে সর্তক থাকতে হবে।”