মার্কিন মুলুকের মন্দিরে হামলা, বিপুল ধনসম্পদ চুরি করে পালাল দুষ্কৃতী

আমেরিকার (USA Temple) মন্দিরে ঢুকে বহুমূল্য জিনিস চুরি করল দুষ্কৃতীরা। জানলা ভেঙে ঢুকে মন্দিরের প্রচুর জিনিস চুরি করে পালিয়ে যায় অভিযুক্ত। টেক্সাসের (Texas) শ্রী ওমকারনাথ মন্দিরের এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় ভারতীয়রা। হামলার জেরে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষ। সিসিটিভিতে এই ঘটনা দেখা গেলেও এখনও ধরা পড়েনি অভিযুক্ত। বেশ কয়েকদিন ধরেই নানা দেশে হিন্দু মন্দিরে ভাঙচুর চলছে। এবার সেই তালিকায় যোগ হল মার্কিন যুক্তরাষ্ট্রের নামও।

টেক্সাসের ব্রাজোস ভ্যালি এলাকার একমাত্র হিন্দু মন্দির এই শ্রী ওমকারনাথ মন্দির। জানা গিয়েছে, গত ১১ জানুয়ারি মন্দিরের জানলা ভেঙে ঢুকে পড়ে এক ব্যক্তি। তারপর মন্দিরের প্রণামী বাক্স ভেঙে ফেলে সে। তারপর সিন্দুকের বহুমূল্য জিনিসপত্র হাতিয়ে নিয়ে মন্দিরের গাড়িতে করেই পালিয়ে যায় ওই ব্যক্তি। সিসিটিভি ফুটেজে গোটা ঘটনা ধরা পড়ে। তবে মন্দিরের পাশেই সপরিবারে বসবাস করেন পুরোহিত। চুরির সময় তিনি কিছু বুঝতে পারেননি। পরের দিন মন্দিরে ঢুকে গোটা ঘটনা বুঝতে পারেন সকলে।

মন্দিরের প্রশাসন কমিটির সদস্য শ্রীনিবাসা সুনকারি জানিয়েছেন, ইতিমধ্যেই মন্দিরের নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে। তিনি বলেছেন, “এটা আমাদের উপাসনাস্থল। তাই এই জায়গাটির নিরাপত্তার দিকে আমাদেরই খেয়াল রাখা দরকার। পুরোহিত ও তাঁর পরিবারকে সুরক্ষিত রাখতে হবে। আশা করি আগামী দিনে এহেন ঘটনা ঘটবে না।” ইতিমধ্যেই এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন।

প্রসঙ্গত, গত এক সপ্তাহে দু’বার অস্ট্রেলিয়ার মন্দিরে ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার ভিক্টোরিয়া প্রদেশের প্রাচীন শ্রী শিব বিষ্ণু মন্দিরে হামলা হয়। স্থানীয় তামিল হিন্দুরা সম্প্রতি থাই পোঙ্গল উৎসবের অংশ হিসেবে দেবতার দর্শনে মন্দিরে এসেছিলেন, তখনই নজরে পড়ে মন্দিরে ভাঙচুর হয়েছে। এছাড়াও মন্দিরের দেওয়ালে লেখা হয়েছে ভারত বিরোধী স্লোগান। এর আগের ঘটনাটি ঘটে মেলবোর্নে। সেখানে মিল পার্ক এলাকায় স্বামী নারায়ণ মন্দিরে (Swaminarayan Temple) মঙ্গলবার হামলা চালায় খলিস্তানিরা। রাতের অন্ধকারে হামলার পর মন্দিরের দেওয়ালে ‘হিন্দুস্তান মুর্দাবাদ’, ‘মোদি হিটলার’-সহ একাধিক ভারত বিরোধী স্লোগান লেখা হয়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.