সন্দেশখালিতে ইডির উপর হামলার অভিযোগে ডাক পড়ল আরও ১৩ জনের। সিবিআইয়ের একটি সূত্রে খবর, কয়েক জনকে আজ, বুধবারই আসতে বলা হয়েছে নিজাম প্যালেসে। কাউকে কাউকে বলা হয়েছে বৃহস্পতিবার আসতে। ইতিমধ্যে নিজাম প্যালেসে সন্দেশখালির ন্যাজাট থানার অন্তর্গত রাজবাড়ি এলাকার কয়েক জন বাসিন্দা হাজির হয়েছেন। তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে।
স্থানীয় একটি সূত্রে খবর, রাজবাড়ি এলাকার বাসিন্দা তপন সর্দার, আব্দুল করিম, ইন্দ্রজিৎ হালদার, খোকন সর্দার-সহ ১৩ জনকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তলব করেছে। নোটিস দিয়ে তাঁদের বলা হয়ছে কলকাতার সিবিআই দফতরে হাজির হতে হবে।
রেশন ‘দুর্নীতি’ মামলার তদন্তে নেমে শাহজাহান শেখের বাড়িতে অভিযানে গেলে, ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনায় এ পর্যন্ত সিবিআই গ্রেফতার করেছে ১৬ জনকে। আবার ইডির উপর চড়াও হওয়ার অভিযোগ যে সাত জনকে পুলিশ গ্রেফতার করেছিল, তারা আদৌ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কি না, সেই প্রশ্নের সমাধান খুঁজতে স্থানীয় এক চা বিক্রেতাকে নিয়ে বসিরহাট আদালতে গিয়েছিল সিবিআই। বসিরহাট আদালতে ওই চা বিক্রেতার গোপন জবানবন্দিও নেওয়া হয় বলে সিবিআই সূত্রে খবর। অন্য দিকে, বিশেষ ইডি আদালত শেখ শাহাজাহানকে ১৩ এপ্রিল পর্যন্ত ইডি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। শাহজাহান ও তাঁর শাগরেদদের বিরুদ্ধে জায়গা-জমি দখলের বিস্তর অভিযোগ তুলেছে ইডি।