বড় ধরনের পথ দুর্ঘটনা ঘটল মালদহে। এই পথ দুর্ঘটনায় এক দম্পতি–সহ চারজনের মৃ্ত্যু হল একসঙ্গে। এই ঘটনায় ব্যাপক আলোড়ন পড়েছে জেলায়। মালদহের নালাগোলা রাজ্য সড়কের উপর রবিবার মাঝরাতে এই পথ দুর্ঘটনা ঘটেছে। বড় গাড়ি বাড়ির ভিতর ঢুকে পড়েছিল। তার জেরেই এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।
পুলিশ সূত্রে খবর, যাত্রী–সহ একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। নিয়ন্ত্রণ হারিয়ে সেটি সোজা রাস্তার পাশের বাড়ির ভিতরে ঢুকে পড়ে। এমনকী তা উলটেও যায়। ঘটনাস্থলেই তিনজন যাত্রী মারা যান। আশঙ্কাজনক এক যাত্রীকে হাসপাতালে পাঠানো হয়েছিল। তবে তাঁকে বাঁচানো যায়নি। এই ঘটনা নিয়ে তদন্ত শুরু করা হয়েছে।ট্রেন্ডিং স্টোরিজ
স্থানীয় সূত্রে খবর, রাতে তখন সবাই ঘুমিয়ে ছিল। এমন সময় এই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে ধাক্কা মেরে ঢুকে গেলে প্রচণ্ড শব্দ হয়। গাড়ির ভিতর থেকে যাত্রীরা চিৎকার করতে থাকেন। পুলিশ তাঁদের উদ্ধার করে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলেও কাউকে বাঁচানো যায়নি। আর দুর্ঘটনায় প্রায় দুমড়ে মুচড়ে গিয়েছে গাড়িটি।
জানা গিয়েছে, এই পথ দুর্ঘটনায় মৃতরা হলেন, দেবাশিস মণ্ডল (২৪), সুব্রত শেঠ(২৫), অনিক দাস (২৩) ও তাঁর স্ত্রী নেহা দাস(২২)। প্রত্যেকেই মালদহের হবিবপুর ব্লকের আইহো পঞ্চায়েতের বাসিন্দা। তবে রবিবার মাঝরাতে তাঁরা কোথায় যাচ্ছিলেন? কেন গাড়িটি নিয়ন্ত্রণ হারালো? তা নিয়ে এখন তদন্ত করছে পুলিশ।