Assembly Election 2023 Results | Narendra Modi: ‘শুধরে যান, জানতে না হলে….’ ৩ রাজ্যে বিপুল জয়ের পর বিরোধীদের হুঁশিয়ারি মোদীর

বিধানসভা ভোটে হিন্দি বলয়ে গেরুয়া ঝড়। মধ্য়প্রদেশ, ছত্তীশগড় ও রাজস্থানে সরকার গড়বে বিজেপিই। ‘এই জয় ঐতিহাসিক, অভূতপূর্ব।  সবকা সাথ, সাবকা বিকাশের ভাবনা জিতেছে। আত্মনির্ভর ভারতের সংকল্পের জয় হয়েছে’। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোদী।

৭ নভেম্বর থেকে ৩০ নভেম্বর।   বিধানসভা ভোট হল দেশের ৫ রাজ্য়ে। মিজোরাম, ছত্তীসগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, তেলঙ্গানা।  আজ, রবিবার মিজোরাম বাদে ফল ঘোষণা হয়ে গেল বাকি ৪ রাজ্যে। হিন্দি বলয়ে ৩ রাজ্যেই এবার বিজেপি দখলে। তেলেঙ্গানা প্রথমবার সরকার গড়ার পথে কংগ্রেস। 

সন্ধ্যেয় দিল্লিতে দলের সদর দফতরে বিজয় সমাবেশে আয়োজন করে বিজেপি। সেই সমাবেশে মোদী বলেন, ‘মধ্যপ্রদেশ, রাজস্থান আর ছত্তীশগড়ের লোকেরা বিজেপিকে স্নেহ দেখিয়েছেন। তেলেঙ্গানাতেও বিজেপির প্রতি সমর্থন লাগাতার বাড়ছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমার দায়িত্ব আরও বেড়ে যাচ্ছে। আজও আমরা এটাই মনে হচ্ছে। আমি, আমার মা-বোন-মেয়ের সামনে, যুবকদের সামনে, কৃষকভাইদের সামনে, যে সিদ্ধান্ত নিয়েছেন, যেভাবে সমর্থন দিয়েছেন, তারজন্য আমি নতমস্তক’।

মোদীর আরও বক্তব্য, ‘এই ভোটে দেশকে জাতি ভাগ করার অনেক চেষ্টা হয়েছিল। কিন্তু লাগাতার বলছিলাম, আমার কাছে দেশের ৪ জাতিই সবচেয়ে বড় জাতি। কিন্তু লাগাতার বলছিলাম, আমার কাছে দেশের ৪ জাতিই সবচেয়ে বড়।  আমাদের নারীশক্তি, যুবশক্তি, আমাদের কৃষক আর আমাদের গরীব পরিবার। এই চার জাতিকে শক্তিশালী করলেই দেশ শক্তিশালী হবে’।

৩ রাজ্যে বিধানসভা ভোটে বিপুল জয়ের পর ফের বিরোধীদের হুঁশিয়ারি দেন মোদী। বলেন, ‘দেশের সেবা করার জন্য রাষ্ট্রসেবা করতে হয়। অহংকার, নিরাশা, নেতিবাচক— হেডলাইন দেয় সংবাদমাধ্যমকে। জনতার মনে স্থান দেয় না। নতুন কোনও প্রকল্প হলে, গরিবের জন্য বাড়ি তৈরি করলে কংগ্রেস এবং তার সঙ্গীরা ব্যঙ্গ করে। আপনারা শুধরে যান। জনতা নাহলে আপনাদের বেছে বেছে সাফ করে দেবে’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.