অসম রাইফেলস এবং পুলিশের যৌথ অভিযানে বিপুল সংখ্যায় আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধার হল মণিপুরে। দক্ষিণ মণিপুরের পার্বত্য জেলা চুড়াচাঁদপুরের হিংসাবিধ্বস্ত এলাকায় যৌথবাহিনীর অভিযানে ওই অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার হয় বলে পুলিশ জানিয়েছে।
চূড়াচাঁদপুরের টিন্ডিম রোড এলাকা বিতর্কিত ‘অ্যাংলো-কুকি ওয়ার মেমোরিয়াল গেট’-এর কাছে একটি সেতুর নীচে ওই অস্ত্র ও গোলাবারুদ মিলেছে বলে পুলিশ জানিয়েছে। এর আগে অক্টোবরেও চূড়াচাঁদপুর থেকে নিরাপত্তা বাহিনী বিপুল অস্ত্র এবং বিস্ফোরক উদ্ধার করেছিল। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে স্বল্প পাল্লার রকেট রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
প্রসঙ্গত, চলতি বছরের অক্টোবরের গোড়ায় মণিপুরে আরও ছ’মাসের জন্য বর্ধিত হয়েছে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ (আফস্পা)-র মেয়াদ। তার পরেই শুরু হয়েছে যৌথবাহিনীর ধারাবাহিক অভিযান। দক্ষিণ মণিপুরের পার্বত্য জেলা চুড়াচাঁদপুর, থৌবল, পূর্ব ও পশ্চিম ইম্ফল এবং কাংপোকপি জেলায় থেকে এর আগেও জঙ্গিদের অস্ত্রভান্ডারের খোঁজ পেয়েছিল যৌথবাহিনী।