বন্যা পরিস্থিতির জেরে জমা জলে ডুবে চার শিশু-সহ আরও পাঁচ জনের মৃত্যু হল অসমে। এ নিয়ে চলতি বছরে উত্তর-পূর্বের এই রাজ্যে প্লাবন পরিস্থিতিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২৬। তাঁদের মধ্যে ১৭ জনের মৃত্যু হয়েছে ধসের জেরে।
বরপেটা, কাছার, দারাং, করিমগঞ্জ ও মরিগাঁওয়ে এক জন করে মৃত্যু হয়েছে। ২২ লক্ষেরও বেশি মানুষ বিপর্যস্ত হয়ে পড়েছেন। অসমের দুর্গত জেলাগুলির মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত বরপেটা। সেখানে প্রায় সাত লক্ষ মানুষ দুর্ভোগে রয়েছেন। নগাঁওয়ে পাঁচ লক্ষেরও বেশি মানুষ দুর্দশায় দিন কাটাচ্ছেন। কাছারে ক্ষতিগ্রস্ত হয়েছেন দুই লক্ষেরও বেশি মানুষ।
সরকারের এক কর্তাকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা জানাচ্ছে, বন্যা পরিস্থিতিতে রাজ্যে ৭৪ হাজার ৭০৬ হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে। এই মুহূর্তে ৫৬৪টি ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছেন ২ লক্ষ ১৭ হাজার ৪১৩ জন।
অন্য দিকে, অসমের শিলচর শহরও ক’দিন ধরে জলবন্দি অবস্থায় রয়েছে। রবিবার শিলচরের বিভিন্ন এলাকায় উদ্ধারকারীদের বোটে করে পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। স্থানীয়দের সঙ্গে কথাও বলেন তিনি।