Asia Cup Hockey 2022: সুপার-৪ পর্যায়ের প্রথম ম্যাচেই জাপানকে হারাল ভারত

চলতি এশিয়া কাপ হকির সুপার-৪ পর্যায়ে ভারত আদৌ পৌঁছাবে কিনা সেই বিষয়ে যথেষ্ট সন্দেহ ছিল। তবে সর্দার সিংয়ের ছেলেরা পুলে তাদের শেষ ম্যাচে ইন্দোনেশিয়াকে পর্যুদস্ত করে শেষ পর্যন্ত পৌঁছে যায় সুপার-৪ পর্যায়ে। আর সেখানে পৌঁছে নিজেদের প্রথম ম্যাচেই যেন মধুর প্রতিশোধ নিল ভারতীয় দল। যে জাপানের কাছে হেরে তাদের সুপার-৪’এ যাওয়া অনিশ্চিত হয়ে গিয়েছিল, তাদেরকে তারা হারিয়ে দিল ২-১ গোলে।

এদিন ম্যাচ শুরুর প্রথমেই পেনাল্টি কর্ণার পেয়ে গিয়েছিল জাপান দল। যদিও সেই সুযোগ তারা কাজে লাগাতে পারেনি। তাদের ড্র্যাগ ফ্লিক গোলের অনেকটাই বাইরে দিয়ে চলে যায়। তবে ম্যাচের ৮ মিনিটের মাথাতেই সবকিছু বদলে যায়। খেলার গতির বিরুদ্ধে গোল পায় ভারতীয় দল। বামদিকের প্রান্ত থেকে জাপানের ডিফেন্স ভেঙে ঢুকে অনবদ্য একটি গোল করে ভারতকে লিড দেন মনজীত।

এরপর থেকেই ম্যাচের ভোল বদলাতে শুরু করে। ভারতের দখলে আর ও বেশি করে বল পজিশন আসা শুরু করে। প্রথম কোয়ার্টারের শেষে ভারত ১-০ গোলে এগিয়ে ছিল।

দ্বিতীয় কোয়ার্টার শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে গোল করে ম্যাচে সমতা ফেরায় জাপান। পেনাল্টি কর্ণার পায় জাপান। সেখান থেকে তাদের ড্র্যাগ ফ্লিক আটকে দেন ভারতীয় কিপার। তবে ফিরতি বলে গোল করে যান জাপানের নেওয়া তাকুমা।

২৭ মিনিটে মনিন্দর সিংকে গ্রীন কার্ড দেখানো হয়। বিরতিতে যাওয়ার সময় দুই দলের খেলার স্কোর ছিল ১-১। তৃতীয় কোয়ার্টার শুরুর কিছুক্ষণের মধ্যেই গত ম্যাচের অন্যতম নায়ক পবন রাজভর গোল করে ভারতকে লিড এনে দেন। বামপ্রান্ত থেকে উত্তম সিংয়ের অসাধারণ একটি দৌড় এই গোলের রাস্তা তৈরি করে দেয়। সেখান থেকে উত্তম, পবনকে এমন জায়গায় বল পাস করেন যেখানে সে একেবারে ‘অরক্ষিত’ অবস্থায় দাঁড়িয়ে ছিল। তিনি গোল করতে কোন ভুল করেননি। এরপর একাধিক সুযোগ ম্যাচে তৈরি হলেও আর কোনপক্ষ গোলের মুখ খুলতে পারেনি ফলে ২-১ ফলে ম্যাচ জিতে যায় ভারতীয় দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.