পাকিস্তানের দাবি ছিল আসন্ন এশিয়া কাপের (Asia Cup 2023) প্রথম রাউণ্ডের অন্তত চারটি ম্যাচ তাদের দেশে আয়োজন করতে দিতে হবে। তেমনটা না হলে, এশিয়ান ক্রিকেট কাউন্সিল থেকে বেরিয়ে যাওয়ার কড়া হুমকি দিয়েছেন পাক বোর্ডের চেয়ারম্যান নজম শেঠী (Najam Sethi)। এবারের এশিয়া কাপ হওয়ার কথা ছিল পাকিস্তানে। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড সাফ জানিয়ে দিয়েছে যে, তারা পাকিস্তানে গিয়ে এশিয়া কাপ খেলবে না। বরং এশিয়া কাপ অন্যত্র সরিয়ে নিয়ে যেতে হবে। শোনা যাচ্ছে যে, এবার এশিয়া কাপ হতে পারে শ্রীলঙ্কায়। পাকিস্তানে গিয়ে ক্রিকেট না খেলার জন্য এবার বিসিসিআই-কে ধুয়ে দিলেন পাক পেসার জুনেইদ খান (Junaid Khan)।
জুনেইদ তাঁর দেশের এক সংবাদমাধ্যমে বলেছেন, ‘পাকিস্তানে পরিস্থিতি ভালো। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের মতো দলগুলি খেলতে আসছে। ওদের নিরাপত্তা জনিত কোনও সমস্যা নেই। তাহলে ভারতের কোথায় সমস্যা? ওরা কি অন্য় পৃথিবী থেকে আসা ভিনগ্রহের বাসিন্দা, যাদের নিরাপত্তার সমস্যা আছে? আমি আশা করি ভারত পাকিস্তানে এসে ক্রিকেট খেলবে। ওরা আসলে ক্রিকেটের জন্যও ভালো, পাকিস্তানের মানুষের জন্যও ভালো।’ নজমও ভারতকে কটাক্ষ করেছেন। তিনি বলেছেন, ‘ভারতের ব্রিজ, ভলিবল, কবাডি দল পাকিস্তানে এসে খেলে গিয়েছে। তা হলে ক্রিকেট দলের পাকিস্তানে এসে খেলতে সমস্যা কোথায়? আমার মনে হয় ভারতের মাটিতে বা পাকিস্তানের মাটিতে আমাদের কাছে হেরে যাওয়ার ভয় রয়েছে ওদের মনে। তাই জন্যেই আসতে চাইছে না।’
আগামী সেপ্টেম্বরে হবে এশিয়া সেরা হওয়ার লড়াই। এবার ৫০ ওভারের ফরম্যাটে খেলা। গতবারের মতো এবারও দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান এক গ্রুপে। টুর্নামেন্টে গ্রুপ পর্যায়ে ন্যূনতম তিনবার দেখা যাবে ‘মাদার অফ অল ব্যাটল’। সুপার ফোর এবং ফাইনালেও দেখা হতে পারে রোহিত শর্মা ও বাবার আজমদের। এবার এশিয়া কাপের আয়োজক দেশ কিন্তু পাকিস্তান। তবে বিসিসিআই একেবারেই রাজনৈতিক কারণে সেই দেশে গিয়ে কোনওরকম ক্রিকেট খেলতেই ইচ্ছুক নয়। বিসিসিআই নিজেদের অবস্থানেই অনড়। এশিয়া কাপে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান ছাড়াও অংশ নেবে একটি কোয়ালিফায়ার টিম। গতবারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। তারা ফাইনালে পাকিস্তানকে হারিয়ে দিয়েছিল। যেহেতু চলতি বছর ৫০ ওভারের বিশ্বকাপ। সেহেতু এশিয়া কাপও হচ্ছে ৫০ ওভারের ফরম্যাটেই। ওয়ানডে ফরম্যাটেই মূল ফোকাস এখন।