মধ্যাহ্নভোজে অস্ট্রেলিয়া ৯১/৪
প্রথম সেশনেই চার উইকেট হারাল অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের বোলারদের দাপট দেখা গেল হেডিংলেতে। দু’টি উইকেট নিলেন ব্রড। একটি করে উইকেট নিলেন ওকস এবং উড। গতির দাপট দেখা গেল উডের বলে। গড়ে ১৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে বল করে গেলেন তিনি।
শেষ আপডেট: ০৬ জুলাই ২০২৩ ১৭:৪৮
আউট স্মিথ
চতুর্থ উইকেট হারাল অস্ট্রেলিয়া। ব্রডের বলে আউট হলেন স্মিথ। বল অস্ট্রেলিয়ার ব্যাটারের ব্যাটে লেগে উইকেটরক্ষকের হাতে যায়। স্মিথ নিজেই বুঝতে পারেননি। রিভিউ নিয়েছিলেন, কিন্তু সেখানেও দেখা যায় তিনি আউট।
শেষ আপডেট: ০৬ জুলাই ২০২৩ ১৭:০৪
আউট লাবুশেন
উইকেট পেলেন ক্রিস ওকস। অস্ট্রেলিয়ার লাবুশেনকে ফেরালেন তিনি। স্লিপে ক্যাচ দিলেন লাবুশেন। ২১ রান করে আউট তিনি। অস্ট্রেলিয়ার স্কোর ৬১/৩।
শেষ আপডেট: ০৬ জুলাই ২০২৩ ১৬:৪৩
শততম টেস্ট খেলছেন স্মিথ
স্টিভ স্মিথ তাঁর শততম টেস্ট খেলতে নেমেছেন। অস্ট্রেলিয়ার অন্যতম সেরা ব্যাটার তিনি। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং স্মিথকে ডন ব্র্যাডম্যানের ঠিক পরেই রেখেছেন। দুই ওপেনারকে হারানো অস্ট্রেলিয়ার দায়িত্ব এখন স্মিথের কাঁধে। সঙ্গী লাবুশেন।
শেষ আপডেট: ০৬ জুলাই ২০২৩ ১৬:৩৫
আউট খোয়াজা
মার্ক উডের গতির কাছে হার মানলেন খোয়াজা। ১৫২ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে আসা বল ব্যাটে লেগে মিডল স্টাম্প উড়িয়ে দিল অস্ট্রেলিয়ার ওপেনারের।
শেষ আপডেট: ০৬ জুলাই ২০২৩ ১৬:২৬
১২ ওভার শেষে
ওয়ার্নার আউট হলেও অস্ট্রেলিয়ার ওপেনার খোয়াজা এবং তিন নম্বরে নামা লাবুশেন ক্রিজে থিতু হচ্ছেন। ১২ ওভারে ৪০ রান তুলে নিয়েছেন তাঁরা।
শেষ আপডেট: ০৬ জুলাই ২০২৩ ১৫:৩৫
ওয়ার্নার আউট
ওয়ার্নারের উইকেট তুলে নিলেন ব্রড। প্রথম ওভারেই উইকেট পেলেন ইংরেজ পেসার। অফ স্টাম্পের বাইরের বলে ব্যাট ছুঁইয়ে স্লিপে ক্যাচ দিলেন ওয়ার্নার। এর আগেও বার বার একই ভাবে ওয়ার্নারকে আউট করেছেন ব্রড।
শেষ আপডেট: ০৬ জুলাই ২০২৩ ১৫:৩৩
ইংল্যান্ডের একাদশ
ইংল্যান্ড দলেও চোটের কারণে নেই অলি পোপ। তাঁর জায়গায় তিন নম্বরে ব্যাট করতে নামতে পারেন হ্যারি ব্রুক। দলে ক্রিস ওকসকে আনা হয়েছে। বিশ্রাম দেওয়া হয়েছে জেমস অ্যান্ডারসনকে। তাঁর জায়গায় দলে ফিরেছেন মইন আলি। জস টাংয়ের জায়গায় নেওয়া হয়েছে মার্ক উডকে।
শেষ আপডেট: ০৬ জুলাই ২০২৩ ১৫:২৬
অস্ট্রেলিয়া দলে তিন পরিবর্তন
চোটের কারণে নেই নেথন লায়ন। তাঁর বদলে দলে এলেন টড মার্ফি। এ ছাড়াও বাদ পড়েছেন ক্যামেরন গ্রিন এবং জস হেজলউড। তাঁদের জায়গায় দলে মিচেল মার্শ এবং স্কট বোলান্ড।
শেষ আপডেট: ০৬ জুলাই ২০২৩ ১৫:২৪
টস জিতল ইংল্যান্ড
অ্যাশেজের তৃতীয় টেস্ট লিডসে। টস জিতে সেই টেস্টে প্রথমে বল করবে ইংল্যান্ড।