কে একে মমতা সরকারের বিরুদ্ধে মুখ খুলছেন তৃণমূলের নেতা মন্ত্রীরা

বিরোধী দল গুলো তো বটেই, এবার একে একে মমতা সরকারের (mamata banerjee government) বিরুদ্ধে মুখ খুলছেন তৃণমূলের (all india trinamool congress) নেতা মন্ত্রীরা। কদিন আগে রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় মমতা সরকারকে হুঁশিয়ারির সুরে বলেছিলেন যে, রাজ্যের পুরোহিতদের পর্যাপ্ত ভাতা না দিলে, তাদের সাথে অন্যায় করলে কলকাতা অচল করে দেব। এবার এরকমই বিক্ষোভের সুর শোনা গেল আসানসোলের তৃণমূলের প্রাক্তন মেয়র তথা মুখ্য পুরপ্রশাসক জিতেন্দ্র তিওয়ারির (Jitendra Tiwari) গলায়।

তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করে বলেন, কেন্দ্রের মোদী সরকারের স্মার্ট সিটি প্রকল্পের টাকা আসানসোলকে দিতে দেয়নি রাজ্য সরকার। তিনি জানান, রাজ্য সরকারের এই বদান্যতার কারণে ২ হাজার কোটি টাকা থেকে বঞ্চিত হয়েছি আমরা। তিনি জানান, এই টাকার ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দিয়েছিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। কিন্তু প্রতিশ্রুতি দিলেও সেটা পূরণ হয়নি।

রাজ্য সরকারের বিরুদ্ধে এহেন গুরুতর অভিযোগ করে পুরমন্ত্রী ফিরিহাদ হাকিমকে চিঠিও দিয়েছিলেন তিনি। আর এই নিয়ে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে শোরগোল।

ফিরহাদ হাকিমকে চিঠি লিখে জিতেন্দ্র তিওয়ারি অভিযোগ করেছিলেন যে, কেন্দ্রের মোদী সরকারের স্মার্ট সিটি প্রকল্পের টাকা আসানসোলকে পেটে দেয়নি রাজ্য সরকার। আসানসোল স্মার্টসিটির জন্য মনোনীত হয়েও এই প্রক্লপ থেকে বঞ্চিত হয়েছে। এরফলে আসানসোলে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প হওয়ার কথা ছিল। কিন্তু রাজনৈতিক কারণে আজ তা বিশবাঁও জলে। রাজ্য সরকারের তরফ থেকে ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিলেও, আজও তা এসে পৌঁছায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.