রবিবার রাজ্যে পর পর চারটি সভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। প্রথমেই তিনি পৌঁছে গিয়েছেন ভাটপাড়ায়। ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংহের সমর্থনে সেখানে প্রচার করার কথা তাঁর। এর পর চুঁচুড়ায় লকেট চট্টোপাধ্যায়ের সমর্থনে, আরামবাগে অরূপকান্তি দিগরের সমর্থনে এবং সাঁকরাইলে রথীন চক্রবর্তীর সমর্থনে আরও তিনটি জনসভা করবেন মোদী। এই কেন্দ্রগুলিতে আগামী ২০ মে পঞ্চম দফায় ভোট রয়েছে। শনিবারই তিনি কলকাতায় চলে এসেছেন। রাতে ছিলেন রাজভবনে। শনিবার রাতে মোদীর কলকাতায় পৌঁছনোর পরেই সন্দেশখালির আরও একটি ‘স্টিং ভিডিয়ো’ প্রকাশ্যে এসেছে। সেখানেও দেখা গিয়েছে স্থানীয় বিজেপি নেতা গঙ্গাধর কয়ালকে। ওই ভিডিয়ো এখন রাজ্য রাজনীতির চর্চার কেন্দ্রে।
শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ১২ মে ২০২৪ ১২:০৮
মোদীর পাঁচ গ্যারান্টি
ভাটপাড়ার সভা থেকে বাংলার মানুষের জন্য পাঁচটি গ্যারান্টি দিলেন মোদী—
- ধর্মের ভিত্তিতে সংরক্ষণ দেওয়া হবে না
- তফসিলি জনজাতির সংরক্ষণ কেউ শেষ করতে পারবে না
- রামনবমী পালন করতে, রামের পুজোয় কেউ বাধা দিতে পারবে না
- রামমন্দিরে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত কেউ বদলাতে পারবে না
- সিএএ কেউ বন্ধ করতে পারবে না
শেষ আপডেট: ১২ মে ২০২৪ ১২:০৫
সিএএ নিয়ে মোদী
মোদী কর্নাটকের উদাহরণ দিয়ে বলেন, ‘‘কর্নাটকে কংগ্রেস ওসিবিদের সংরক্ষণ সব মুসলমানদের দিয়ে দিয়েছে। বাংলাতেও আপনাদের সতর্ক থাকতে হবে। ভোটব্যাঙ্কের এই রাজনীতি সিএএ-র মতো আইনকে ‘ভিলেন’ বানিয়ে দিয়েছে।’’
শেষ আপডেট: ১২ মে ২০২৪ ১২:০৫
হিন্দুদের উপর অত্যাচার বরদাস্ত নয়
মোদী জানান, হিন্দুদের উপর অত্যাচার বাংলায় বরদাস্ত করা হবে না। তাঁর কথায়, ‘‘বাংলায় হিন্দুদের দ্বিতীয় শ্রেণির নাগরিক করে রাখতে চান তৃণমূল নেতৃত্ব। হিন্দুদের ভাসিয়ে দেওয়ার হুমকি দিয়েছে। এত বড় সাহস! আদিবাসী, দলিতদের সঙ্গে অন্যায় এই দেশ মেনে নেবে না।’’
শেষ আপডেট: ১২ মে ২০২৪ ১২:০০
রামের নাম নিতে দেয় না তৃণমূল
ভাটপাড়ায় মোদী বলেন, ‘‘বাংলায় রামের নাম নিতে দেয় না তৃণমূল সরকার। রামনবমী পালন করতে দেয় না। কংগ্রেস আর বামফ্রন্টও রামনবমীর বিরুদ্ধে। এমন লোকজনের হাতে এই মহান দেশ তুলে দেওয়া যায় কি?
শেষ আপডেট: ১২ মে ২০২৪ ১১:৫৫
বাংলায় ভাল ফলের আশা মোদীর
ভাটপাড়ার সভা থেকে বাংলায় ভাল ফলের আশা প্রকাশ করলেন নরেন্দ্র মোদী। সমাবেশে জনসমাগম দেখে তিনি জানান, বাংলায় ২০১৯-এর থেকেও ভাল ফল করবে বিজেপি।
শেষ আপডেট: ১২ মে ২০২৪ ০৯:৫৭
সন্দেশখালির ভিডিয়ো
শনিবার রাতে মোদীর কলকাতায় পৌঁছনোর পরেই সন্দেশখালির আরও একটি ‘স্টিং ভিডিয়ো’ প্রকাশ্যে এসেছে। সেখানেও দেখা গিয়েছে স্থানীয় বিজেপি নেতা গঙ্গাধর কয়ালকে।আগেরটির মতো এই ভিডিয়োটিরও সত্যতা আনন্দবাজার অনলাইন যাচাই করেনি। তবে এই ভিডিয়ো নিয়ে নতুন করে অস্বস্তিতে বিজেপি।
শেষ আপডেট: ১২ মে ২০২৪ ০৯:৫৫
কোথায় কখন সভা
মোদীর প্রথম সভাটি সকাল সাড়ে ১১টা নাগাদ, উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায়। সেখানে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিংহের হয়ে সভা করবেন তিনি। প্রধানমন্ত্রীর দ্বিতীয় সভাটি চুঁচুড়ায়। হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের সমর্থনে ওই সভা। বিজেপি সূত্রে খবর, মোদীর দ্বিতীয় সভাটি হবে দুপুর ১টা নাগাদ। চুঁচুড়ায় সভা করার পরেই দুপুর আড়াইটে নাগাদ প্রধানমন্ত্রীর তৃতীয় সভাটি শুরু হওয়ার কথা। এই সভাটি তিনি করবেন আরামবাগ লোকসভা কেন্দ্রের অন্তর্গত পুড়শুড়ায়। বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগরের সমর্থনে ওই সভা। মোদীর চতুর্থ এবং দিনের শেষ সভাটি হবে হাওড়া জেলার সাঁকরাইলে। বিকেল ৪টে নাগাদ এই সভাস্থলে পৌঁছনোর কথা রয়েছে তাঁর। এই সভা থেকে হাওড়ার বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তীর সমর্থনে প্রচার করবেন তিনি।
শেষ আপডেট: ১২ মে ২০২৪ ০৯:৫৪
বাংলায় মোদী
বাংলায় রবিবার এক দিনে চারটি জনসভা করবেন নরেন্দ্র মোদী। শনিবার রাতেই তিনি কলকাতায় চলে আসেন। রাতে ছিলেন রাজভবনে।