গত কয়েকদিন ধরেই কুলতলিতে বাঘের আতঙ্ক জাঁকিয়ে বসেছে। তবে এবার শুধু আতঙ্ক নয়, একেবারে বাঘের হানায় জখম হলেন এক ব্যক্তি। স্থানীয় সূত্রে খবর, গত চারদিন ধরেই বাঘটিকে হন্যে হয়ে খুঁজছেন বনদফতরের কর্মীরা। কেল্লার কাছেও বাঘের গর্জন শোনা গিয়েছে বলে রটে যায়। এদিকে স্থানীয় সূত্রে খবর রবিবার দুপুরে কুলতলির শেখপাড়ার জঙ্গলে ফের বাঘের গর্জন শোনা যায়। এদিকে গর্জন শুনে স্থানীয় কয়েকজন বাসিন্দা বেরিয়ে পড়েন। লাঠি নিয়েই তারা বাঘ ধরার চেষ্টা করছিলেন। সেই সময় জঙ্গল থেকে আচমকা বেরিয়ে বাঘটি একজন গ্রামবাসীর উপর ঝাঁপিয়ে পড়ে বলে স্থানীয় সূত্রে খবর। এরপর এলাকায় আরও আতঙ্ক ছড়ায়। জখম গ্রামবাসীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পাশে থাকার আশ্বাস দিয়েছেন বনমন্ত্রী।ট্রেন্ডিং স্টোরিজ
এদিকে বাঘ ধরতে যাবতীয় আয়োজন করেছে বনদফতর। ছাগলের টোপ দিয়ে দুটি খাঁচাও পাতা হয়েছে।বাঘ যাতে লোকালয়ে ঢুকে পড়তে না পারে সেকারণে নদীর ধার বরাবর জাল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। কিন্তু তারপরেও বাঘের খোঁজ মিলছে না। বলা ভালো যেন লুকোচুরি খেলছে কুলতলির বাঘ। কোথাও ড্রোন উড়িয়ে, কোথাও আবার নদীতে স্পিড বোট নামিয়ে বাঘ খোঁজার চেষ্টা চলছে। কিন্তু বাঘটি কোথাও গর্জন করে, কোথাও আবার একঝলক দেখা দিয়েই গা ঢাকা দিচ্ছে জঙ্গলে। আর বাসিন্দাদের অনেকেরই দাবি, রাস্তায় একলা বের হতেও ভয় লাগছে। মনে হচ্ছে যেন গাছের আড়ালে লুকিয়ে রয়েছে দক্ষিণ রায়। এই হয়তো ঝাঁপিয়ে পড়বে।