প্রতীক্ষার অবসান। মেলবোর্নে নতুন সূর্যোদয়। অস্ট্রেলিয়ান ওপেন (Australian Open 2023) পেল নতুন চ্যাম্পিয়ন। শনিবার বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম ইভেন্টে মেয়েদের ফাইনালে মুখোমুখি হয়েছিলেন আরিনা সাবালেঙ্কা ও এলেনা রেবাকিনা (Aryna Sabalenka vs Elena Rybakina)। বেলারুসের সাবালেঙ্কা এদিন ২ ঘণ্টা ২৮ মিনিটের লড়াইয়ে হারিয়ে দিলেন কাজাখস্তানের রেবাকিনাকে। সাবালেঙ্কা কেরিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতলেন ৪-৬, ৬-৩, ৬-৪ গেমে। সাবালেঙ্কা এদিন রড লেভার এরিনায় শেষ হাসি হেসে শিশুর মতো জড়িয়ে রেখেছিলেন ট্রফিটি। এক সেট পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন করলেন সাবালেঙ্কা। সাবালেঙ্কা এর আগে তাঁর কেরিয়ারে কখনও গ্র্যান্ড স্ল্যামের ফাইনালেও উঠতে পারেননি। অতীতে উইম্বলডনে একবার এবং যুক্তরাষ্ট্র ওপেনে দু’বার সেমিফাইনালে উঠেছেন। জীবনের প্রথম গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল খেলেই বাজিমাত করলেন ৬ ফুটের বছর চব্বিশের কন্যা। ক্যাঙারুর দেশে ইতিহাস লিখে কাটালেন গ্র্যান্ড স্ল্যাম খরা।
এদিন প্রথম সেটটি ৬-৪ জেতেন রেবাকিনা। কিন্তু দ্বিতীয় সেটেই সাবালেঙ্কা দুরন্ত প্রত্যাবর্তন করেন। ৬-৩ জিতে নেন। একেবারে রুদ্ধশ্বাস ফাইনালই দেখেছে রড লেভার এরিনা। তৃতীয় সেটে ৫-৪ এগিয়ে ছিলেন সাবালেঙ্কা। শেষ গেমে খেলায় হৃদপিণ্ড প্রায় হাতে চলে এসেছিল। সাবালেঙ্কা চ্যাম্পিয়ন হওয়ার জন্য এক পয়েন্ট দূরে ছিলেন। ওই অবস্থায় তিনবার চ্যাম্পিয়নশিপ পয়েন্ট হাতছাড়া করেন তিনি। তিনবারই ডিউস। চার নম্বর চ্যাম্পিয়নশিপ পয়েন্ট তুলেই ফাইনাল হার্ডল টপকে যান সাবালেঙ্কা। জেতার পরেই কোর্টে শুয়ে পড়েন তিনি। অবিশ্বাস্য জয় ছিনিয়ে মেলবোর্নের নতুন রানি হয়ে গেলেন সাবালেঙ্কা। বিলি জিন কিংয়ের হাত থেকে ট্রফি নিয়ে সাবালেঙ্কা বলেন, ‘অসাধারণ এই পরিবেশের জন্য ধন্য়বাদ। অবশ্যই আমার দলের কথা বলব। এই ট্যুরের সবচেয়ে পাগল দল। গতবছর অনেক খারাপ দেখেছি, কঠোর পরিশ্রম করেছি। আমার চেয়েও এই ট্রফির অনেক বেশি দাবিদার আমার টিম। সকলকে ভালোবাসি। আশা করি আগামী বছর আরও শক্তিশালী হয়ে ফিরে, আরও ভালো টেনিস খেলব।’ এদিন অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষদের ডাবলসেও ফাইনাল রয়েছে। ঘরের ছেলে রিঙ্কি হিজিকাটা ও জ্যাসন কুবলার মুখোমুখি হবেন হুগো নিস ও জ্যান জেলেনেস্কির। এখন দেখার এই ফাইনাল কারা জেতেন!