মুম্বইয়ের আর্থার রোড জেল থেকে ছাড়া পেলেন আরিয়ান খান।
- রীতিমতো বাজি ফাটালেন শাহরুখের বিভিন্ন ফ্যান ক্লাবের সদস্যরা। রাস্তায় ব্যান্ড পার্টি ছিল।
- মন্নতে পৌঁছে গেলেন আরিয়ান খান। জনজোয়ারের মধ্যে বাড়ি পৌঁছালেন তিনি।
- আরিয়ান খানের জেলমুক্তির আপডেট ২৮ দিন পর জেল থেকে ছাড়া পেলেন আরিয়ান খান। শাহরুখের বডিগার্ডরা তাঁকে বের করে নিয়ে আসেন। গাড়িতে বসিয়ে ফের করে নিয়ে যান।
- আর্থার রোড জেল: আরিয়ান খানকে ছেড়ে দেওয়ার প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে।
- সম্ভবত আর্থার রোড জেলে আসছেন না শাহরুখ। তাঁর বডিগার্ডরা আরিয়ানকে জেল থেকে নিয়ে যাবেন। তারপর নিয়ে যাবেন মন্নতে।
- আর্থার রোড জেলের বাইরে পৌঁছে গিয়েছে শাহরুখের নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা। শাহরুখের বডিগার্ড রবিকেও আর্থার রোড জেলের বাইরে দেখা গিয়েছে।
- আর্থার রোড জেলের সুপার এন বি বায়াচাল বলেন, ‘আমরা জামিনের নথি পেয়ে গিয়েছি। আমরা তা দেখছি। যাঁদের জামিন দেওয়া হয়েছে, তাঁদের সকলের সঙ্গে আরিয়ানকে ছাড়া হবে। সকাল ১০ টা থেকে বেলা ১২ টার মধ্যে তাঁদের ছাড়া হতে পারে।’
- আর্থার রোড জেলের কাছে শাহরুখের কনভয়ের গাড়ি দেখা গিয়েছে।
- ছেলেকে জেল থেকে নিয়ে যেতে আসছেন শাহরুখ খান। সেজন্য মুম্বইয়ের আর্থার রোড সংলগ্ন এলাকায় কড়া পুলিশি নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে।
- আর কিছুক্ষণের অপেক্ষা। তারপরই মুম্বইয়ের আর্থার রোড জেল থেকে ছাড়া পেতে চলেছেন আরিয়ান খান।
সকাল আটটা নাগাদ মন্নত থেকে শাহরুখ খানের গাড়ি বেরিয়ে যায়।
- সূত্র উদ্ধৃত করে পিটিআই জানিয়েছে, শনিবার সূর্যোদয়ের আগেই আরিয়ানের সেলে ‘আলো’ পৌঁছে যায়। ভোর ভোর ৫ টা ৩০ মিনিটে নাগাদ সেই জামানত বাক্স খোলা হয়। তাতে আরিয়ান-সহ ছয় থেকে সাতজনের জামিনের নথি ছিল। কিছুক্ষণের মধ্যেই আরিয়ানকে ছেড়ে দেওয়া হবে বলে সূত্র জানিয়েছেন পিটিআইকে।
- আজ বাড়ি ফিরতে চলেছেন শাহরুখ খানের ছেলে আরিয়ান। আজ তাঁকে মুম্বইয়ের আর্থার রোড জেল থেকে ছাড়া হবে।
- মাদক মামলায় বৃহস্পতিবার জামিন পেয়েছেন আরিয়ান খান। জামিন পেলেও আরিয়ানকে একাধিক শর্ত মেনে চলতে হবে। এক লাখ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পাবেন আরিয়ান। এই ধরনের কোনওরকম পার্টির (যে পার্টি থেকে গ্রেফতার করা হয়) অংশ হতে পারবেন না। এই মামলার কোনও সহ-অভিযুক্তর সঙ্গে কোনওরকম যোগাযোগ রাখা যাবে না। শুধু তাই নয়, এই মামলার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যোগাযোগ রয়েছে এমন কারও সঙ্গেই যোগাযোগ রাখা যাবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে।এনডিপিএস আদালতে পাসপোর্ট জমা দিতে হবে আরিয়ানকে। ছাড়া যাবে না দেশ। প্রয়োজনে নিতে হবে এনডিপিএস আদালতের অনুমতি। প্রত্যেক শুক্রবার এনসিবির দফতরে হাজিরা দিতে হবে। সেরকম একগুচ্ছ শর্ত সত্ত্বেও শনিবার আরিয়ানের ফেরার আগে আলোর রোশনাইয়ে সেজে উঠেছে মন্নত।