ফের একবার আশাহত হলেন শাহরুখ ও গৌরী খান। মাদক-কাণ্ডে বড় ছেলের জামিনের আবেদন খারিজ হয়ে গেল এদিনও। এবার আরিয়ানের জামিনের জন্য বিশেষ এনডিপিএস (Narcotics Drugs and Psychotropic Substances Act) কোর্টে আবেদন করেছিলেন আরিয়ানের আইনজীবীরা। একই সঙ্গে, প্রমোদতরী থেকে ২ অক্টোবর ধৃত আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধমেচার জামিনের আবেদনও খারিজ করে দেওয়া হয় আদালতের পক্ষ থেকে।
এবার জামিনের জন্য বম্বে হাই কোর্টের দ্বারস্থ হলেন শাহরুখ-পুত্র আরিয়ান। এদিন জামিনের আবেদন খারিজ হওয়ার ফলে আপাতত আর্থার রোডের জেলেই থাকতে হবে শাহরুখ পুত্র আরিয়ান খানকে। ৩ অক্টোবর মাদক মামলায় আরিয়ান খান-সহ আরও সাত জনকে গ্রেফতার করেছিল NCB। ২ অক্টোবর এক প্রমোদতরী থেকে আটক করা হয়েছিল তাঁদের। ট্রেন্ডিং স্টোরিজ
আরিয়ানের বিরুদ্ধে মাদকদ্রব্য সেবন ও মাদক কেনা বেচার অভিযোগ এনেছে NCB। এমনকী, আরিয়ানের হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে এই মামলার সঙ্গে প্রাসঙ্গিক নানা বিস্ফোরক সূত্র পেয়েছেন তাঁরা বলেও দাবি করা হয়েছে বারবার। অন্য দিকে, আটক হওয়ার পর জেরার সময় মাদক সেবনের কথা স্বীকার করে নিয়েছিলেন আরিয়ান। জানিয়েছিলেন, গত চার বছর ধরে তিনি মাদক নিচ্ছেন।
তবে, ২৩ বছরের ‘বাচ্চা’র সঙ্গে এরূপ ব্যবহারে অপত্তি জানিয়েছে বলিউডের একটা অংশ। বিজেপি-র সরকারের নিন্দা করেছেন শাহরুখ ভক্তরা। তাঁদের মত, বিজেপি সরকারের ‘কাছের মানুষ’র তালিকায় কখনোই ছিলেন না শাহরুখ। তাই তাঁর ওপর বদলা নিতেই হয়রানি করা হচ্ছে আরিয়ানকে। আদালতের এই রায়কে ‘নিষ্ঠুর’ আখ্যাও দেওয়া হয়েছে।
তবে, আপাতত আর্থার রোডের স্পেশ্যাল ব্যারাকেই থাকবেন তিনি। আরিয়ানের নিরাপত্তার কথা মাথায় রেখে বাড়ানো হয়েছে সিকিউরিটি। অন্যান্য ধৃতদের থেকেও আলাদা রাখা হয়েছে আরিয়ানকে।