‘দ্য ব্যাড্স অফ বলিউড’ সিরিজ়ে পরোক্ষ ভাবে প্রাক্তন এনসিবি আধিকারিককে খোঁচা দিয়েছেন আরিয়ান খান। এই অভিযোগে শাহরুখ খান ও তাঁর পুত্রের বিরুদ্ধে ২ কোটি টাকার মামলা করেছেন সমীর। সিরিজ়ে এক এনসিবি আধিকারিকের চরিত্রকে ব্যঙ্গ করা হয়েছে। সেই চরিত্রের সঙ্গে চেহারার মিল রয়েছে সমীরের। দাবি নেটাগরিকের। কিন্তু চেহারার মিলের কথা প্রমাণ করবেন কী ভাবে প্রাক্তন এনসিবি আধিকারিক? সেই প্রশ্নও উঠছে।
সিরিজ়ে সেই বিতর্কিত চরিত্রটির কোনও নাম নেই। তাই নিজের অভিযোগ কী ভাবে প্রমাণ করবেন সমীর, প্রশ্ন তুলেছেন নেটাগরিক। চরিত্রটির মুখের গড়নে সমীরের সঙ্গে মিল রয়েছে বলে দাবি করেছে নেটাগরিক। কিন্তু সেটা নেটাগরিকের দৃষ্টিভঙ্গি। সিরিজ়ে কোথাও সমীর ওয়াংখেড়েকে সরাসরি কিছু বলা হয়নি।
অনেকে আবার দাবি করেছেন, সমীর ওয়াংখেড়ে এই মামলা করে ভালই করেছেন। এর থেকেই সিজ়ন ২-এর বিষয় খুঁজে পেয়ে যাবেন আরিয়ান। এক নেটাগরিক রসিকতা করে লিখেছেন, “ভালই হয়েছে। পরবর্তী সিজ়নেও আরিয়ান ওঁকে নাম না করে ট্রোল করবেন।” আর একজন লিখেছেন, “আরিয়ানের কাজটা সার্থক হয়েছে। এ বার আসল মজাটা হবে।”
২০২১ সালে মাদকযোগের অভিযোগে একটি ক্রুজ় পার্টি থেকে গ্রেফতার করা হয়েছিল আরিয়ানকে। সেই সময়ে এনসিবি আধিকারিক ছিলেন সমীর। সংশোধনাগারেও থাকতে হয়েছিল শাহরুখ-পুত্রকে। পরে এই মামলা থেকে অব্যাহতি পেয়েছিলেন তিনি। সেই ঘটনাকে এই সিরিজ়ে পরোক্ষ ভাবে ব্যঙ্গ করা হয়েছে। তাই বৃহস্পতিবার আরিয়ান ও শাহরুখের বিরুদ্ধে ২ কোটির মামলা করেন সমীর।