প্রচুর সোনার গয়না সহ তিন বাংলাদেশি যাত্রীকে গ্রেফতার করল বিএসএফ। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার ভারত- বাংলাদেশ সীমান্তের পেট্রাপোল চেকপোস্টের। বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার হওয়া সোনার গয়না সহ ওই তিন পাচারকারীকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বিএসএফ জানিয়েছে, তিনটি মোটা হাত বালা, একটি চেন তৈরি করে পাচারকারীরা বাংলাদেশ থেকে ভারতে আসছিলেন। আটক সোনার আনুমানিক মূল্য ২০,৫৩,৬০০ টাকা। ধৃতদের নাম প্রাণতোষ ধর, বাবুল কুমার ধর ও রাহুল চৌধুরী। বাংলাদেশের চট্টগ্রামের বাসিন্দা।
বিএসএফ সূত্রের খবর, এদিন সকালে তিন যুবক বাংলাদেশ থেকে ভারতে আসে। পেট্রাপোলে কর্তব্যরত ১৪৫ নং ব্যাটালিয়ানের জওয়ানদের নজরে পড়ে তিন যুবকের হাতে মোটা সোনার বালা গলায় মোটা চেন। এরপর তাঁদের পাসপোর্ট তল্লাশি চালায়। পরে তাদের পেট্রাপোল ক্যাম্পে নিয়ে গিয়ে তল্লাশি চালায়। সোনার গয়নার কোনো বৈধ কাগজ না থাকায় তাদের গ্রেফতার করে।
জিজ্ঞাসাবাদে রাহুল চৌধুরী জানায়, বাংলাদেশের চট্টগ্রামে তার একটি জুয়েলারির দোকান রয়েছে। আজ সে এসব গয়না নিয়ে ভারতে আসছিল। বিএসএফের ভয়ে সে বাসে বসে থাকা দুই যাত্রীকে কিছু টাকার প্রলোভন দেখিয়ে ওই গয়নাগুলির কিছু অংশ তাদের কাছে রাখতে দেয়। সে আরও জানায়, এরপর সে ভারতে এসে ওই সোনার গয়না কলকাতার বড় বাজারে এক অজ্ঞাত ব্যক্তির হাতে তুলে দিত।