১১টা পর্যন্ত সারা দেশে প্রায় ২৬ শতাংশ ভোট পড়ল, ভোটদানের নিরিখে এগিয়ে বাংলা, দ্বিতীয় গোয়া

পশ্চিমবঙ্গের চার কেন্দ্র-সহ দেশের মোট ৯৩টি আসনে ভোটগ্রহণ চলছে মঙ্গলবার। লোকসভা ভোটের তৃতীয় দফায় পশ্চিমবঙ্গের ৪টি, অসমের ৪টি, বিহারের ৫টি, ছত্তীসগঢ়ের ৭টি, গোয়ার ২টি, গুজরাতের ২৫টি, কর্নাটকের ১৪টি, মধ্যপ্রদেশের ৯টি, মহারাষ্ট্রের ১১টি, উত্তরপ্রদেশের ১০টি, দাদরা ও নগর হাভেলিতে ১টি এবং দমন ও দিউতে ১টি আসনে ভোটগ্রহণ চলছে। প্রথম দুই দফায় ভোটদানের হার গত বারের তুলনায় কম ছিল। তৃতীয় দফায় ভোটদানের হারের দিকে নজর রয়েছে সবার।।

শুধু মূল বিষয়গুলি

timer শেষ আপডেট: ০৭ মে ২০২৪ ১২:১৭ key status

ভোটদানের নিরিখে এগিয়ে বাংলা, তার পরেই গোয়া

১১টা পর্যন্ত ভোটদানের হারে দেশের ১০টি রাজ্য এবং দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে এক নম্বরে পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, রাজ্যের চার কেন্দ্রে সামগ্রিক ভোটদানের হার ৩২.৮২ শতাংশ। তার পরেই রয়েছে গোয়া। সেখানে ভোটদানের হার ৩০.৯৪ শতাংশ। তৃতীয় স্থানে রয়েছে মধ্যপ্রদেশ। সকাল ১১টা পর্যন্ত সে রাজ্যে ভোটদানের হার ৩০.২১ শতাংশ। এই একই সময়ে ছত্তীসগঢ়ে ভোটদানের হার ২৯.৯০ শতাংশ, অসমে ২৭.৩৪ শতাংশ, উত্তরপ্রদেশে ২৬.১২ শতাংশ, বিহারে ২৪.৪১ শতাংশ, মহারাষ্ট্রে ১৮.১৮ শতাংশ।

দুই কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউতে এখনও পর্যন্ত ভোটদানের হার ২৪.৬৯ শতাংশ।

timer শেষ আপডেট: ০৭ মে ২০২৪ ১২:০৯ key status

১১টা পর্যন্ত দেশে ভোটদানের হার

সকাল ১১টা পর্যন্ত সারা দেশের ৯৩টি লোকসভা কেন্দ্র মিলিয়ে সামগ্রিক ভাবে ভোটদানের হার ২৫.৪১ শতাংশ। 

timer শেষ আপডেট: ০৭ মে ২০২৪ ১১:৫৯ key status

ভগবানগোলা বিধানসভার উপনির্বাচনে ভোটদানের হার

চার লোকসভা কেন্দ্রে ভোটের সঙ্গে বিধানসভা উপনির্বাচন হচ্ছে মুর্শিদাবাদ জেলার ভগবানকগোলা কেন্দ্রে। তৃণমূল বিধায়ক ইদ্রিস আলি মারা যাওয়ায় এই কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। সকাল ১১টা পর্যন্ত ভগবানগোলায় ২৯.৩৯ শতাংশ ভোট পড়েছে।

timer শেষ আপডেট: ০৭ মে ২০২৪ ১১:৫৬ key status

ভোটদানের হারে এখনও এগিয়ে জঙ্গিপুর

ভোটদানের নিরিখে এখনও এগিয়ে রয়েছে জঙ্গিপুর কেন্দ্র। সেখানে সকাল ১১টা পর্যন্ত ভোট পড়েছে ৩৩.৮১ শতাংশ। খুব পিছিয়ে নেই মালদহ দক্ষিণও। একই সময়ের মধ্যে সেখানে ভোট পড়েছে ৩৩.০৯ শতাংশ। মুর্শিদাবাদ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৭২ শতাংশ ভোট। আর মালদহ উত্তরে ভোট পড়েছে ৩১.৭৩ শতাংশ ভোট।

timer শেষ আপডেট: ০৭ মে ২০২৪ ১১:৫৫ key status

বাংলায় সকাল ১১টা পর্যন্ত ভোটদানের হার

সকাল ১১টা পর্যন্ত রাজ্যের চার কেন্দ্রে সামগ্রিক ভাবে ৩২.৮২ শতাংশ ভোট পড়েছে।

timer শেষ আপডেট: ০৭ মে ২০২৪ ১০:০৮ key status

দেশে ভোটদানের হার

তৃতীয় দফায় দেশের ১০টি রাজ্য এবং দু’টি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট ৯৩টি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। কমিশন জানিয়েছে, সকাল ৯টা পর্যন্ত সারা দেশে সামগ্রিক ভোটদানের হার ১০.৫ শতাংশ।

timer শেষ আপডেট: ০৭ মে ২০২৪ ১০:০২ key status

ভোটদানের হারে আপাতত এগিয়ে জঙ্গিপুর

সকাল ৯টা পর্যন্ত ভোটদানের হারে এগিয়ে রয়েছে মুর্শিদাবাদ জেলার অন্তর্গত জঙ্গিপুর লোকসভা কেন্দ্র। প্রথম দু’ঘণ্টায় সেখানে ১৬.৯৫ শতাংশ ভোট পড়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে মালদহ দক্ষিণ কেন্দ্র। সেখানে ভোট পড়েছে ১৬.৩ শতাংশ। এই একই সময়ের মধ্যে মালদহ উত্তর কেন্দ্রে ১৫.৩৩ শতাংশ এবং মুর্শিদাবাদ কেন্দ্রে ১৪.৮৭ শতাংশ ভোট পড়েছে।

timer শেষ আপডেট: ০৭ মে ২০২৪ ১০:০০ key status

বাংলায় সকাল ৯টা পর্যন্ত ভোটদানের হার

রাজ্যের চার লোকসভা কেন্দ্রে সকাল ৯টা পর্যন্ত ভোটদানের হার জানাল নির্বাচন কমিশন। সকাল ৭টায় ভোট শুরু হওয়ার পর প্রথম দু’ঘণ্টায় চার কেন্দ্রে সামগ্রিক ভাবে ১৫.৮৫ শতাংশ ভোট পড়েছে।

timer শেষ আপডেট: ০৭ মে ২০২৪ ০৮:২২ key status

কোথায় কোথায় ভোট?

পশ্চিমবঙ্গের ৪টি, অসমে ৪টি, বিহারে ৫টি, ছত্তীসগঢ়ের ৭টি, গোয়ায় ২টি, গুজরাতে ২৫টি, কর্নাটকে ১৪টি, মধ্যপ্রদেশে ৯টি, মহারাষ্ট্রে ১১টি, উত্তরপ্রদেশে ১০টি, দাদরা ও নগর হাভেলিতে ১টি এবং দমন ও দিউতে ১টি আসনে ভোটগ্রহণ চলছে মঙ্গলবার।

timer শেষ আপডেট: ০৭ মে ২০২৪ ০৮:১৮ key status

চলছে তৃতীয় দফার ভোটগ্রহণ

নির্বাচন কমিশন ভোটের নির্ঘণ্ট প্রকাশ করার সময় জানিয়েছিল, তৃতীয় দফায় ভোট হবে ৯৪ আসনে। তবে মধ্যপ্রদেশের বেতুল লোকসভা কেন্দ্রের বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রার্থী অশোক বলভীর মৃত্যুর কারণে ভোটগ্রহণ পর্ব পিছিয়ে দেওয়া হয় তৃতীয় দফায়। ২৬ এপ্রিল ভোট ছিল এই কেন্দ্রে। ফলে তৃতীয় দফায় ভোট হচ্ছে বেতুলে। অন্য দিকে, সুরাতে ভোটগ্রহণের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যায় বিজেপি। এই আসনে তৃতীয় দফায় ভোটগ্রহণ ছিল। আবার, জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ-রাজৌরি লোকসভা আসনে মঙ্গলবার ভোটগ্রহণ থাকলেও পরে কমিশন তা পিছিয়ে দেয়। নির্বাচনের ব্যবস্থাপনা, যোগাযোগ ব্যবস্থা সুবিধা, আবহাওয়ার পূর্বাভাস-সহ বিভিন্ন সম্ভাব্য পরিস্থিতির কথা মাথায় রেখেই এই পদক্ষেপ করা হয়েছে বলে জানানো হয়েছিল। আগামী ২৫ মে ষষ্ঠ দফায় সেখানে ভোট হবে। তাই শেষ পর্যন্ত মঙ্গলবার দেশের ৯৩ আসনেই ভোটগ্রহণ হচ্ছে। ভোট হচ্ছে পশ্চিমবঙ্গের চার আসন মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর কেন্দ্রে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.