: পুলিশের অভিযানে প্রচুর অস্ত্র উদ্ধার মালদহের কালিয়াচকে। পুলিশের জালে দুই অস্ত্র কারবারি। পঞ্চায়েত ভোটের আগে অস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। পুলিশ জানিয়েছে, উদ্ধার হয়েছে চারটি সেভেন এমএম পিস্তল, পাঁচটি ম্যাগাজিন এবং ৬ রাউন্ড কার্তুজ। ঘটনায় হালিম শেখ এবং জনি শেখ নামে দুই যুবকককে গ্রেফতার করেছে পুলিশ।
ধৃতদের বয়স ১৯ থেকে ২০ বছরের মধ্যে। ধৃতদের দুইজনকেই আজ মালদহ আদালতে তোলে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য ১৪ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়় আদালতে।
অল্পদিনের মধ্যেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হওয়ার কথা। মালদহ জেলায় স্পর্শকাতর এলাকাগুলির মধ্যে কালিয়াচক অন্যতম। সারাবছরই কালিয়াচকের ওপর বাড়তি নজরদারি থাকে প্রশাসনের।–
পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে অস্ত্র কারবারের হদিশ পেয়ে অভিযান চালানো হয়। সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে আটক করা হয় এই দুই যুবককে। পরে কথাবার্তা সন্দেহজনক মনে হওয়়াতে তদন্ত করতে গিয়ে উদ্ধার হয় অস্ত্রশস্ত্র। ধৃত হালিম শেখ এবং জনি শেখ দুজনেই কালিয়াচক থানার হাজিনগর চাঁদপুর এলাকার বাসিন্দা। ধৃতরা কোথা থেকে ওই বিপুল পরিমাণ অস্ত্র এনেছিল, কে বা কাকে ওই অস্ত্রগুলি দেওয়া হতো। সে সব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। তবে যেভাবে পঞ্চায়েত ভোটের আগে এভাবে অস্ত্র উদ্ধার হয়েছে তাতে উদ্বিগ্ন পুলিশ প্রশাসন।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা দাবি করেছে , গত এক সপ্তাহ ধরে তাঁরা অস্ত্রের বেআইনি কারবার চালাচ্ছিল। তবে কোথা থেকে এত অস্ত্র মজুত করা হলো তা এখনও নিশ্চিত নয়। পঞ্চায়েত ভোটের আগে রীতিমতো পরিকল্পনাা করেই ওই বিপুল পরিমাণ অস্ত্র কালিয়াচকে আনা হয়েছিল বলে ধারণা পুলিশের। বেআইনি কাজে ওই অস্ত্র ব্যবহার হতো বলেও একপ্রকার নিশ্চিত পুলিশ। ধৃত ওই দুই যুবককে হেফাজতে নিয়ে জেরা করলে এই অস্ত্র কারবার সম্পর্কে আরও তথ্য জানা যাবে বলে আশা পুলিশের।
এদিকে মালদহের কালিয়াচকেই পৃথক একটি অভিযানে নারায়নপুর এলাকায় মুবারক শেখ নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে একটি সেভেন এম এম পিস্তল। ওই যুবককেও আজ আদালতে তোলে পুলিশ। তাকেও জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে।