বরযাত্রীর বাসে চাঁদা চাওয়াকে কেন্দ্র করে গন্ডগোল। আর এর ফলে উত্তেজনা ছড়ালো খড়্গপুরে। ঘটনায় তৃতীয় লিঙ্গের মানুষের দ্বারা আক্রান্ত হয় বরযাত্রী বোঝাই বাস। আহত একাধিক বর যাত্রী। বিরাট পুলিশ বাহিনী পরিস্থিতি সামাল দিতে নামানো হয়।
ঘটনা প্রসঙ্গে বলা যায়, এই দিন একটি বরযাত্রী বোঝাই বাস বিষ্ণুপুর থেকে বিয়ে করার উদ্দেশ্যে খড়্গপুর যাচ্ছিল। কিন্তু চৌরঙ্গীর কাছে পৌঁছালে সেই সময় ওখানে দাঁড়িয়ে থাকা তৃতীয় লিঙ্গের মানুষরা বাসটিকে হাত দেখিয়ে দাঁড় করায় এবং চাঁদা চায়। অভিযোগ, এরপরই প্রয়োজন মতো চাঁদা না দিতে পারায় বচসায় জড়িয়ে পড়ে বরযাত্রী ও ঐ তৃতীয় লিঙ্গের মানুষরা। এরপরই তর্ক বিতর্ক হাতাহাতি এবং তারপরেই অভিযোগ এই তৃতীয় লিঙ্গের মানুষরস ইট পাটকেল ছুটতে থাকে বরযাত্রী বোঝাই বাসে। তাদের ইটের আঘাতে আহত হয় বাসে থাকা বর যাত্রীরা। এমনকি এই ইটের আঘাতে আহত হয়েছে বাসে থাকা শিশু ও মহিলারা। বরযাত্রীর লোকেরা হাত জোড় করে তাদের কাছে প্রার্থনা করলেও তাতে তাদের ছাড় দেওয়া হয় না। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। যদিও এ ঘটনার খবর পুলিশে দেওয়া হলে বিরাট পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়।তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
যদিও এই ঘটনার পর এলাকায় বিরাট পুলিশ বাহিনী রয়েছে। এক পুলিশ আধিকারিকের মতে, এই ঘটনার অভিযোগ এখনো কেউ করেনি। অভিযোগ হলেই কড়া ব্যবস্থা নেওয়া হবে অভিযুক্তদের বিরুদ্ধে।