আমরা তো হিন্দুত্ববাদী। বস্তুত আমাদের অবস্থান মূলত অরাজনৈতিক হওয়াটাই বাঞ্ছনীয়। তবে কেন আজ বেশিরভাগ হিন্দুত্ববাদীরাই বিজেপির জন্য সওয়াল করছে , এইসব ঘটনাই তার ব্যাখ্যা করবে। ভেবে দেখুন এক আকলাখে তারা সারা দেশে কি অরাজকতার সৃষ্টি করেছিল। আর আমাদের ভাই, দাদা , ছেলেমেয়েরা প্রতিনিয়ত মরছে, আমরা কি একটু গণতান্ত্রিক প্রতিবাদ টুকুও করবো না ? আর মনে মনে দৃঢ়প্রতিজ্ঞ হবো না যে, এদের সহায়ক যেসব রাজনৈতিক শক্তি, তাদের দূরে ঠেলে দেবো ?
অযোধ্যায় রাম মন্দির নির্মাণের জন্যে চাঁদা তুলছিল দিল্লীর ২৬ বছরের রিংকু শর্মা।
এই অপরাধে ঘরে ঢুকে তাকে কুপিয়ে খুন করেছে ভারতের নির্যাতিত, ভীত-সন্ত্রস্ত, সহিষ্ণু ও শান্তিপ্রিয় মুহম্মদ ইসলাম, দানিশ নাসিরউদ্দিন, দিলশান, দিলশাদ ইসলাম আর তাদের ভাই বেরাদর আরো অনেকে।
বলিউডের নাসিরউদ্দিন শাহ, জাভেদ আখতার আগামীকাল ভারতে ক্রমবর্ধমান উগ্র হিন্দু মৌলবাদীদের দৌরাত্ম্য নিয়ে কঠোর সমালোচনা করবেন।