হুগলি গ্রামীন পুলিশের পক্ষ থেকে এবং আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী, আরামবাগ থানার আইসি রাকেশ সিংয়ের উদ্যোগে খুদে পড়ুয়াদের খাদ্য সামগ্রী বিতরণ করা হলো।
জানা গেছে, আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী ও আরামবাগ থানার আইসি রাকেশ সিংয়ের নেতৃত্বে সোমবার কালিপুর, মনসাতলা, নৈসারা, বাইশ মাইল, কাঁটামণি, সালেপুর- সহ বিভিন্ন এলাকায় গিয়ে ছোট ছোট খুদে পড়ুয়াদের বিভিন্ন রকমের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। পুলিশের এই ভূমিকায় অভিভাবকরা ভীষণ ভাবে খুশি।