প্রথমবার ভারতে খুলছে অ্যাপেল স্টোর, উদ্বোধনে টিম কুক, দেখা করবেন মোদির সঙ্গেও!

 প্রতীক্ষার অবসান। এবার শুধু অনলাইনে নয়, দেশের মাটিতেই অফলাইনেও কেনা যাবে আই ফোন। কারণ এই প্রথম এদেশে খুলতে চলেছে অ্যাপেল স্টোর। যার উদ্বোধনে হাজির থাকার কথা খোদ অ্যাপেলের সিইও টিম কুকের। ভারত সফরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও দেখা করতে পারেন তিনি।

মঙ্গলবার অ্যাপেলের তরফে জানানো হয়েছে, আগামী ১৮ এপ্রিল মুম্বইয়ের বান্দ্রা-কুর্লা কমপ্লেক্স এবং ২০ এপ্রিল দিল্লির সাকেতে খুলবে অ্যাপেল স্টোর। এদেশে বাড়তে থাকা আই ফোনের চাহিদার কথা মাথায় রেখেই অফলাইন স্টোর খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২০ সালে প্রথমবার ভারতে অনলাইন অ্যাপেল স্টোর খুলেছিল। স্মার্টফোনের বাজারে বিশ্বে দ্বিতীয় স্থান দখল করেছে এই দেশ। লাফিয়ে বাড়ছে স্মার্টফোনের ব্যবসা। তবে আই ফোনের আকাশছোঁয়া দামের জন্য এর জনপ্রিয়তা এখনও তুলনামূলক কম। অফলাইন স্টোর খুললে আই ফোনের উৎপাদনের পরিমাণ আরও বাড়বে কি না অথবা আই ফোনের দাম খানিকটা কমানো হবে কি না, সে বিষয়ে কোনও ইঙ্গিত যদিও দেওয়া হয়নি।

তবে অ্যাপেলের বিশ্বাস, ভারতে অফলাইন স্টোর খুললে আই ফোনের প্রতি মানুষের টান বাড়বে। আসলে বেজিং-ওয়াশিংটনের সম্পর্কের জন্য চিনে ধাক্কা খেয়েছে অ্যাপেলের ব্যবসা। তাই ভারতকেই পাখির চোখ করেছে অ্যাপেল। ২০১৬ সালে শেষবার ভারতে এসেছিলেন টিম কুক। এবার আসছেন নিজের কোম্পানির স্টোর উদ্বোধনে। শোনা যাচ্ছে, এই সফরে প্রধানমন্ত্রী মোদির সঙ্গেও দেখা করার ইচ্ছাপ্রকাশ করেছেন তিনি। গত কয়েক বছর ধরেই মোদি সরকার ইলেকট্রনিক্স সামগ্রী উৎপাদনে জোর দিচ্ছে। সেই বিষয় নিয়েই কথা বলতে আগ্রহী কুক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.