১৯৮২ সালের পর ইকুয়েস্ট্রিয়ানে এশিয়ান গেমসে সোনা জিতল ভারত। ৪১ বছর পর সোনা পেল তারা। দলগত ড্রেসেজ বিভাগে ২০৯.২০৫ পয়েন্ট পেয়েছেন ভারতের প্রতিযোগীরা। চিন দ্বিতীয় স্থানে শেষ করে ২০৪.৮৮২ পয়েন্ট নিয়ে। তৃতীয় স্থানে থাকা হংকং পেয়েছে ২০৪.৮৫২।
ভারতীয় দলে ছিলেন সুদীপ্তি হাজেলা, হৃদয় ছেড়া, অনুশ আগরওয়াল এবং দিব্যাকৃতী সিংহ। ড্রেসেজ ইভেন্টে এই প্রথম বার সোনা পেল ভারত। ইতিহাস গড়লেন অনুশেরা। এই খেলায় চার জন খেললেও যে তিন জনের পয়েন্ট বেশি থাকে তাদেরটাই নেওয়া হয়। সব থেকে বেশি পয়েন্ট পেয়েছেন অনুশ। ৭১.০৮৮ পয়েন্ট পেয়েছেন তিনি। চিনকে হারিয়ে সোনা জয়ের পিছনে বড় ভূমিকা নেন কলকাতার অনুশ। ইকুয়েস্ট্রিয়ানে ঘোড়ার পিঠে চড়ে প্রতিযোগীদের বিভিন্ন বাধা টপকাতে হয়। অনেকে এই খেলাকে ‘হর্স রাইডিং’ও বলেন। ইকুয়েস্ট্রিয়ানের ড্রেসেজ ইভেন্টে সোনা জিতলেন অনুশেরা।
১৯৮২ সালে ভারত তিনটি সোনা জিতেছিল। দিল্লিতে এশিয়ান গেমসের সময় সোনা জিতেছিল ভারত। তবে ড্রেসেজ বিভাগে সে বার জিততে পারেনি। রঘুবীর সিংহ ব্যক্তিগত বিভাগে সোনা জিতেছিলেন। রুপিন্দর সিংহ ব্রারকে সঙ্গে নিয়ে দলগত বিভাগেও সোনা জিতেছিলেন তিনি।
এ বারের এশিয়ান গেমসে ব্যক্তিগত বিভাগেও ভাল জায়গায় রয়েছেন অনুশ। তিন ধরে চলবে সেই প্রতিযোগিতা। ড্রেসেজের ব্যক্তিগত বিভাগে তৃতীয় স্থানে রয়েছেন হৃদয় ছেড়া। এশিয়ান গেমসে ইকুয়েস্ট্রিয়ান থেকে তাই আরও পদক আশা করতেই পারে ভারত।