ফের বন্দুকবাজের হামলা আমেরিকায়। এ বার ঘটনাস্থল ফ্লরিডা। বৃহস্পতিবার সেখানকার এক বিশ্ববিদ্যালয়ে বন্দুরবাজের এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হল দু’জনের। গুরুতর ভাবে জখম হয়ে হাসপাতালে ভর্তি পাঁচ জন। পুলিশ এবং নিরাপত্তাবাহিনীর গুলিতে জখম হয়েছেন বছর কুড়়ির বন্দুকবাজও। জানা গিয়েছে, অভিযুক্ত সেখানকার এক ডেপুটি শেরিফের পুত্র এবং ওই বিশ্ববিদ্যালয়েরই প্রাক্তন পড়ুয়া। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, মায়ের পুরনো বন্দুক দিয়েই গুলি চালিয়েছেন অভিযুক্ত।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত তরুণের নাম ফিনিক্স ইকনার। কেন তিনি হঠাৎ গুলি চালালেন, তা এখনও স্পষ্ট নয়। শুধু জানা গিয়েছে যে, শেরিফের দফতরে বিশেষ প্রশিক্ষণ নিচ্ছিলেন তিনি। সে দিক থেকে দেখলে আগ্নেয়াস্ত্র তাঁর হাতে যাওয়া অস্বাভাবিক ঘটনা নয়। পুলিশের গুলিতে আহত হয়ে অভিযুক্ত বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।
বৃহস্পতিবার দুপুরে গুলি চলার পরেই বিশ্ববিদ্যালয়ের পঠনপাঠন সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়। পড়ুয়াদের নিরাপদ জায়গায় আশ্রয় নিতে বলা হয়। সংবাদমাধ্যম সিএনএন-এর তরফে প্রকাশিত একটি ভিডিয়ো ফুটেজে দেখা গিয়েছে, এক তরুণ বিশ্ববিদ্যালয় চত্বরের দিকে হেঁটে যাচ্ছেন। তাঁর হাতে বন্দুক। যাঁরা পালানোর চেষ্টা করছেন, তাঁদের দিকেই এলোপাথাড়ি গুলি ছুড়ছেন ওই বন্দুকবাজ। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
পুলিশের তরফে জানা গিয়েছে, গুলিবিদ্ধ হয়ে যে দু’জনের মৃত্যু হয়েছে, তাঁরা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া নন। এর বেশি আর কিছু জানাতে চায়নি পুলিশ। প্রসঙ্গত, আমেরিকায় বন্দুকবাজের হামলা নতুন নয়। আগেও সেখানকার একাধিক জায়গায় বন্দুকবাজের গুলিতে প্রাণ হারিয়েছেন বহু মানুষ।