অসন্তুষ্ট মহসিন নকভি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যানের রোষে চাকরি হারাতে পারেন জাতীয় দলের আরও এক কোচ। চলতি মাসেই মহিলা দলের প্রধান কোচ মহম্মদ ওয়াসিমকে সরিয়ে দিতে পারেন নকভি।
মহিলাদের এক দিনের বিশ্বকাপে প্রত্যাশা মতো খেলতে পারেননি ফতিমা সানারা। লিগ পর্বে একটি ম্যাচও জিততে পারেননি তাঁরা। পয়েন্ট তালিকায় ফতিমারা শেষ করেছেন সপ্তম স্থানে। মহিলা দলের হতাশাজনক পারফরম্যান্সে ক্ষুব্ধ নকভি। সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, ওয়াসিমকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পিসিবি কর্তারা।
ওয়াসিমের সঙ্গে এক দিনের বিশ্বকাপ পর্যন্তই চুক্তি ছিল পিসিবির। মহিলাদের দল প্রত্যাশা মতো ফল করতে পারলে ওয়াসিমের সঙ্গে নতুন করে চুক্তি বৃদ্ধি করা হত বলে পিসিবি সূত্রে খবর। বিশ্বকাপে হতাশাজনক ফলের পর সেই সম্ভাবনা আর নেই। নতুন কাউকে দায়িত্ব দেওয়া হবে।
পাকিস্তানের হয়ে ১৮টি টেস্ট এবং ২৫টি এক দিনের ম্যাচ খেলা প্রাক্তন ক্রিকেটারের বিরুদ্ধে মূল অভিযোগ, কোচ হিসাবে মহিলা দলের ব্যাটিংয়ের উন্নতি করতে পারেননি। দলের বাকি সাপোর্ট স্টাফদের সঙ্গেও তাঁর সম্পর্ক ভাল নয়। শুধু বিশ্বকাপেই খারাপ ফল নয়, সার্বিক ভাবেও প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন তিনি। তাই ওয়াসিমকে আর দায়িত্বে রাখতে চান না নকভি। উল্লেখ্য, নকভি জমানায় ঘনঘন কোচ পরিবর্তন নিয়ে বিতর্ক রয়েছে পাক ক্রিকেটে।

