জলপাইগুড়ি সদর হাসপাতালে মৃত্যু হল আরও একটি শিশুর। এই নিয়ে গত ২ দিনে হাসপাতালে শিশুমৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৩। তবে কোনও শিশুরই জ্বরে মৃত্যু হয়নি বলে জানিয়েছেন চিকিৎসকরা।
বুধবার জলপাইগুড়ি সদর হাসপাতালের শিশুবিভাগ পরিদর্শনে যান উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের শিশুরোগ বিশেষজ্ঞরা। শিশুদের স্বাস্থ্য খতিয়ে দেখার পাশাপাশি মায়েদের সঙ্গে কথা বলেন তাঁরা। তার পর প্রতিনিধিদলের তরফে জানানো হয়, ভয়ের কিছু নেই। রোগীরা সবাই সেরে উঠছে। কী কারণে জ্বর তা জানতে নমুনা কলকাতার স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে পাঠানো হয়েছে। রিপোর্ট এলেই কারণ জানা যাবে।ট্রেন্ডিং স্টোরিজ
সঙ্গে তাঁরা জানিয়েছেন, হাসপাতালে যে ৩ শিশুর মৃত্যু হয়েছে তার কারণ জ্বর বা শ্বাসকষ্ট নয়। আগে থেকেই অন্যান্য উপসর্গ ছিল শিশুগুলির। এদিন যে শিশু মারা গিয়েছে সে সময়ের আগে জন্মেছিল। SNCU-তে রেখে চিকিৎসা চলছিল তার। কিন্তু বাঁচানো যায়নি। তাই জ্বর নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার কারণ নেই।