প্রেম-ভালবাসা কি চাকরি দেখে না? চাকরির কাছে কি প্রেম ভালোবাসা হার মানে? বাংলা ছায়াছবির মতো এখনও কি সাফল্যের পর মানুষ ভুলে যায় প্রিয় মানুষকে?
হয়ত হয়। এই প্রশ্নের উত্তর চাইলে দু পক্ষের যুক্তি আলাদা আলাদা। কিন্তু সম্প্রতি এসএসসি প্যানেল বাতিল হওয়ার পর এই চাকরি প্রেমে বাঁধা হয়ে দাঁড়িয়েছে তার কিছু দৃষ্টান্ত রয়ে গিয়েছে।
চাকরিহারা শিক্ষকদের আইনজীবীরা সে কথাই বলছেন। 2016 সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় অনেকেই চাকরি পেয়েছেন যাঁরা মামলা করেছিলেন। তাঁদের মধ্যে অনেকেই চাকরি পাওয়ার পর একে অপরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। তেমন অনেক যুগল আবার চাকরিহীন।
ওয়েটিং লিস্টে থাকা এক যুগল মামলা করেছিলেন চাকরি পাওয়ার জন্যে। ছেলেটির কাছে মামলা করার মত টাকা ছিল না তখন। প্রেমিকা টাকা দিতেন মামলা লড়ার জন্যে। তারপর ছেলেটি হাইকোর্টের নির্দেশে চাকরি পেয়ে যায়। কিন্তু প্রেমিকা চাকরি পাননি। তাঁদের আইনজীবী বলছেন, ‘ছেলেটি চাকরি পাওয়ার পর যুগলের সম্পর্ক ভেঙে যায়। পরে জানতে পেরেছি ছেলেটি অন্য একজন মহিলা শিক্ষকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন।’
তিনি আরও বলেন, যারা চাকরি হারিয়েছেন তাদের মধ্যে অনেকেই দুজন শিক্ষকতা করছিলেন। তাহলে এবার কি করবেন চাকরিহারানো সেই শিক্ষক? আফশোসে ফিরে যাবেন পুরনো প্রেমিকার কাছে নাকি আত্মগ্লানিতে ভুগবেন? তবে ভবিষ্যতে যাই হোক, আপাতত চরম চিন্তা ‘প্রাক্তন’ শিক্ষক, থুড়ি ‘প্রাক্তন’ প্রেমিকের কপালে।
এখন কী ভাবছেন সেই প্রাক্তন প্রেমিকা তা অবশ্য জানা যায়নি।