ভর্তির দাবিতে কলেজের অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ। শনিবার ঘটনাটি ঘটে জলপাইগুড়ির আনন্দ চন্দ্র কলেজে।
এদিন প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের ভর্তির দাবিতে কলেজের টিএমসিপি ইউনিটের পক্ষ থেকে কলেজের অধ্যক্ষ ড: দেবাশীষ দাসকে ঘেরাও করা হয়। বেশ কিছুক্ষণ ঘেরাও অবস্থান চলার পর একটি দাবিপত্র তুলে দেওয়া হয় অধ্যক্ষের কাছে। ইউনিটের পক্ষ থেকে দাবি করা হয়, আবেদন করা সকল ছাত্র-ছাত্রীদের কলেজে ভর্তির ব্যবস্থা, এডুকেশন ও স্যোসিয়োলজির মত গুরুত্বপূর্ণ বিষয়ে আসন সংখ্যা ৩০০ করা, বায়োসায়েন্সে আসন সংখ্যা বৃদ্ধি, দুঃস্থ মেধাবী ছাত্রছাত্রীদের এইড ফান্ডের মধ্য দিয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা, উইলিং-এর মাধ্যমে শারীরিক অসুস্থতা ও অর্থের অভাবে ভর্তি না হতে পারা মেধাবী ছাত্র-ছাত্রীদের পুনরায় কলেজে ভর্তির ব্যবস্থা ও ফিজিক্যাল এডুকেশন মেজরের জন্য পুনরায় ভর্তি প্রক্রিয়ার পর ফের শারীরিক পরীক্ষার ব্যবস্থা করা।
এই বিষয়ে কলেজের অধ্যক্ষ ডক্টর দেবাশীষ দাস জানান, ভর্তি প্রক্রিয়া এখনো চলছে। ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে একটি ডেপুটেশন দেওয়া হয়েছে। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখছি। সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে।